দর্শকদের মনের মানুষ আরিয়ানা

বিস্ফোরণে তাঁর বা দলের কারও আঘাত লাগেনি। তবু ‘ভেঙে টুকরো টুকরো’ হয়ে গিয়েছেন মার্কিন পপ তারকা আরিয়ানা গ্রান্ডে। মর্মাহত তারকার টুইট— ‘‘হৃদয়ের অন্তস্তল থেকে বলছি, আমি ভীষণই দুঃখিত। কিছু বলার ভাষা নেই।’’

Advertisement

সংবাদ সংস্থা

লন্ডন শেষ আপডেট: ২৪ মে ২০১৭ ০৪:২৬
Share:

আরিয়ানাকে বের করে আনা হচ্ছে। ছবি :সংগ্রহ।

বিস্ফোরণে তাঁর বা দলের কারও আঘাত লাগেনি। তবু ‘ভেঙে টুকরো টুকরো’ হয়ে গিয়েছেন মার্কিন পপ তারকা আরিয়ানা গ্রান্ডে। মর্মাহত তারকার টুইট— ‘‘হৃদয়ের অন্তস্তল থেকে বলছি, আমি ভীষণই দুঃখিত। কিছু বলার ভাষা নেই।’’

Advertisement

২৪ বছর বয়সি আরিয়ানা এই প্রজন্মের অন্যতম জনপ্রিয় পপ তারকা। ইনস্টাগ্রামে ‘ফলোয়ার’ সাড়ে দশ কোটি। ১৩ বছর বয়স থেকে ব্রডওয়ের মিউজিক্যালে মাতিয়েছেন। তিনটি অ্যালবাম। তিনটিই তুমুল জনপ্রিয়। ইন্টারনেটে তাঁর মিউজিক ভিডিও দেখা হয়েছে ৭০০ কোটি বার!

আরিয়ানার এই জনপ্রিয়তার অন্যতম কারণ তাঁর ‘সংবেদনশীল’ মন। শীতকালে খোলা মাঠে কনসার্টের সময় দর্শকদের কফি-কুকি খাওয়ান তিনি। কোনও ‘ফ্যান’ অবসাদে ভুগছেন বুঝতে পারলে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে তাঁর ‘কাউন্সেলিং’-ও করেন।

Advertisement

এর পরেই লন্ডনে শো ছিল আরিয়ানার। তার পরে ইউরোপের বিভিন্ন শহরে। সব অনুষ্ঠানই বাতিল করেছেন মার্কিন তারকা।

আরও পড়ুন:ফের আইএস হানা ব্রিটেনে

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন