বৈঠক না-হওয়ায় অবাক প্রমীলা

জয়শঙ্কর ওয়াশিংটনে ভারতীয় সাংবাদিকদের বলেন, ‘‘কংগ্রেসের প্রস্তাবটি জানি। আমার মনে হয় না, জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি নিয়ে ওখানে সম্যক ধারণা তৈরি হয়েছে।”

Advertisement

সংবাদ সংস্থা

ওয়াশিংটন শেষ আপডেট: ২৫ ডিসেম্বর ২০১৯ ০১:৩৫
Share:

প্রমীলা জয়পাল।

প্রতিনিধিদলে তিনি আছেন বলে ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর হাউসের ফরেন রিলেশনস কমিটির সঙ্গে বৈঠক বাতিল করে দেন। মার্কিন হাউস অব রিপ্রেজেন্টেটিভস-এ নির্বাচিত প্রথম ভারতীয় বংশোদ্ভূত সেই মার্কিন সদস্যা প্রমীলা জয়পাল জানিয়েছেন, গোটা ঘটনায় তিনি বিস্মিত। এ ধরনের সুযোগ হারানোর অর্থই হয় না বলে তাঁর মত। ওই বৈঠকে বসতে না চাওয়ার আপাত কারণ হিসেবে জানা গিয়েছে, এ মাসেই রিপাবলিকান সদস্য স্টিভ ওয়াটকিন্সের সঙ্গে কাশ্মীরে মানবাধিকার রক্ষার পক্ষে কংগ্রেসে সওয়াল করেছিলেন প্রমীলা।

Advertisement

জয়শঙ্কর ওয়াশিংটনে ভারতীয় সাংবাদিকদের বলেন, ‘‘কংগ্রেসের প্রস্তাবটি জানি। আমার মনে হয় না, জম্মু ও কাশ্মীরের পরিস্থিতি নিয়ে ওখানে সম্যক ধারণা তৈরি হয়েছে। ভারত সরকার কী করছে, তারও স্বচ্ছ বর্ণনা উঠে আসেনি। তাই (প্রমীলার সঙ্গে) বৈঠকে আগ্রহ নেই।’’ ২০১৭ সালে ভারত সফরে তৎকালীন সংখ্যালঘু নেত্রী ন্যান্সি পেলোসির সঙ্গে কংগ্রেসের এক প্রতিনিধিদলে ছিলেন প্রমীলা। তাঁর দাবি, সে সময়েও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে ভারতে ধর্মীয় স্বাধীনতার প্রসঙ্গ সরাসরি তুলেছিলেন তিনি। সেখানেও ছিলেন জয়শঙ্কর। এ বার কংগ্রেসে ওই প্রস্তাব পেশের আগেও আমেরিকায় ভারতীয় দূত হর্ষবর্ধন শ্রিংলা দু’টি বৈঠক বাতিল করেন বলে দাবি প্রমীলার। তিনি বলেন, ‘‘যা-ই হোক, গণতন্ত্রের মূল ভিত্তির কথা বলবই।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন