বিয়ে? ধুস্! জল্পনা উড়িয়ে দিলেন প্রীতি!

নিজের বিয়ের খবর উড়িয়ে দিলেন প্রীতি জিন্টা। অন্তত আগামী এক বছর তাঁর বিয়ে করার কোনও পরিকল্পনাই নেই বলে টুইটারে জানিয়েছেন নায়িকা। তিনি লিখেছেন, ‘জানুয়ারিতে বিয়ে করছি না। এ নিয়ে অন্তত একটা বছর কোনও কথা বা আলোচনাই শুনতে চাই না...প্লিজ।’

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০১৫ ১২:০৯
Share:

নিজের বিয়ের খবর উড়িয়ে দিলেন প্রীতি জিন্টা। অন্তত আগামী এক বছর তাঁর বিয়ে করার কোনও পরিকল্পনাই নেই বলে টুইটারে জানিয়েছেন নায়িকা। তিনি লিখেছেন, ‘জানুয়ারিতে বিয়ে করছি না। এ নিয়ে অন্তত একটা বছর কোনও কথা বা আলোচনাই শুনতে চাই না...প্লিজ।’

Advertisement

দিন কয়েক আগে শোনা গিয়েছিল আগামী জানুয়ারিতেই নাকি গাঁটছড়া বাঁধতে চলেছেন প্রীতি। বলিউ়ডের অন্দরে জোর গুঞ্জন ছিল প্রীতির হবু স্বামী এক মার্কিন নাগরিক। তাঁর নাম গেনে গুডএনাফ। শোনা গিয়েছিল, তাঁর মার্কিন বয়ফ্রেন্ডের সঙ্গে ডেটিংয়ের পর লিভ ইনও করছিলেন তাঁরা। বি-টাউনের খবর ছিল, পারিবারিক আত্মীয় এবং বন্ধুদের নিয়ে একটি ছোট অনুষ্ঠানে বিয়ের পর মুম্বইতে বড় করে রিসেপসন পার্টি দেবেন প্রীতি-গেন। কিন্তু সে সম্ভবনাকে উড়িয়ে দিলেন প্রীতি নিজেই।

নেস ওয়াদিয়ার সঙ্গে সম্পর্ক ভেঙে যাওয়ার পর যুবরাজ সিংহের সঙ্গেও প্রীতির সম্পর্কের গুজব রটেছিল ইন্টাস্ট্রিতে। সম্প্রতি মডেল-অভিনেত্রী হ্যাজেল কেচের সঙ্গে এনগেজমেন্ট সেরে ফেলেছেন যুবরাজ সিংহ। বলি মহলের একাংশের প্রশ্ন ছিল, যুবরাজের এনগেজমেন্টের পরই কি নিজের বিয়ের তড়িঘড়ি সিদ্ধান্ত নিলেন প্রীতি? সে জল্পনাকেও ভুল প্রমাণ করলেন খোদ অভিনেত্রী।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement