International News

শান্ত জলাশয় হঠাৎ ভয়ঙ্কর, স্নানে নেমে কী হল ওদের, দেখুন ভিডিও

এমনিতে দেখে বোঝার উপায় নেই। আর পাঁচটা পাহাড়ি জলাশয়ের মতোই দেখে মনে হয় ‘নিপাট ভদ্রলোক’। কিন্তু সময়ে সময়ে এটাই সাক্ষাৎ মৃত্যুর চেহারা নেয়। চারিদিকে পাথরে ঢাকা বিস্তির্ণ এলাকা। ঠিক তার মধ্যিখানে এই ‘কুইন্স বাথ’।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ মার্চ ২০১৭ ১৬:৩৭
Share:

এমনিতে দেখে বোঝার উপায় নেই। আর পাঁচটা পাহাড়ি জলাশয়ের মতোই দেখে মনে হয় ‘নিপাট ভদ্রলোক’। কিন্তু সময়ে সময়ে এটাই সাক্ষাৎ মৃত্যুর চেহারা নেয়। চারিদিকে পাথরে ঢাকা বিস্তির্ণ এলাকা। ঠিক তার মধ্যিখানে এই ‘কুইন্স বাথ’। স্থানীয়দের কাছে অবশ্য পরিচিত ‘মৃত্যুর জলাশয়’ নামেই। কিন্তু কেন এমন ভয়ঙ্কর নাম হয়েছে এই পুলের?

Advertisement

হাওয়াই-এর কুয়াই অঞ্চলে রয়েছে এই জলাশয়। তিনটে দিকই আগ্নেয় পাথরে ঘেরা। মাঝের অংশে রয়েছে এই ‘টাইডাল সিঙ্কহোল’। মাঝেমধ্যেই জলের স্রোত বেড়ে যায় এই জলাশয়ে। সাঁতার কাটতে নেমে প্রায়ই বহু মানুষের প্রাণ যায় এখানে। তবু অনেক সময় অ্যাডভেঞ্চারের নেশায় ‘কুইন্স বাথ’-এ স্নান করতে আসেন দক্ষ সাঁতারুরা।

আরও পড়ুন: বরফের ‘সুনামি’র মধ্যে দিয়ে স্টেশনে এল ট্রেন, দেখুন ভিডিও

Advertisement

সাধারণ অবস্থায় এমনই মনোরম ‘কুইন্স বাথ’

সম্প্রতি তিনজন সাঁতারু স্নান করতে নেমেছিলেন এখানে। যখন নামলেন তখনও বেশ শান্ত শিষ্ট ‘কুইন্স বাথ’। কিন্তু কিছুক্ষণের মধ্যেই স্রোত বাড়তে থাকল। জলে ভরে গেল জলাশয়। ক্রমাগত বাড়তেই থাকল জলের স্রোত। কিন্তু তখনও অবস্থা কী মারাত্মক হতে চলেছে তা আন্দাজ করতে পারেননি ওই তিনজন। শেষে এমন অবস্থা হল যে বড় বড় ঢেউ তিনজনকে নিয়ে যেন লোফালুফি খেলা শুরু করল। কিছুতেই ডাঙার কাছে আসতে পারছিলেন না তাঁরা। অদ্ভুতভাবে এর একটু পরেই আবার কমতে শুরু করে জলের স্রোত। কোনওক্রমে ডাঙায় এসে ওঠেন তাঁরা। পুরো ঘটনাটি ক্যামেরায় ভিডিও করেন স্থানীয় একজন। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করার পর থেকেই ভাইর‌্যাল সেই ভিডিও।

দেখুন সেই ভয়ঙ্কর ভিডিও

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন