রেডিও বার্তার ওপারে হঠাত্ স্পেস স্টেশন!

তারাগুলোকে মহাকাশ থেকে কেমন দেখতে লাগছে? সেখান থেকে পৃথিবীটাকে কেমন দেখাচ্ছে?— এক জন প্রশ্ন করে চলেছেন আর এক জন উত্তর দিচ্ছেন— তারাগুলো অসম্ভব উজ্জ্বল, পৃথিবীটা যেন রঙিন বল!

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১০ অগস্ট ২০১৫ ১৮:১৩
Share:

আন্তর্জাতিক স্পেস স্টেশন। ছবি: এএফপি।

তারাগুলোকে মহাকাশ থেকে কেমন দেখতে লাগছে? সেখান থেকে পৃথিবীটাকে কেমন দেখাচ্ছে?— এক জন প্রশ্ন করে চলেছেন আর এক জন উত্তর দিচ্ছেন— তারাগুলো অসম্ভব উজ্জ্বল, পৃথিবীটা যেন রঙিন বল!

Advertisement

প্রশ্নকর্তা রেডিও সিগন্যালিং নিয়ে কাজ করেন এমন এক ব্যক্তি। তিনি লন্ডনের গ্লস্টারশায়ারের বাসিন্দা আদ্রিয়ান লেন। আর উত্তরদাতা হলেন আন্তর্জাতিক স্পেস স্টেশনের এক জন নভশ্চর।

মাত্র ৪৫ সেকেন্ডের কথোপকথন। তার পরই যোগাযোগ বিচ্ছিন্ন প্রশ্নকর্তা আর উত্তরদাতার মধ্যে।

Advertisement

হ্যাঁ, বিশ্বাস না হলেও এ রকমই ঘটনা ঘটেছে! কী ভাবে মহাকাশে যোগাযোগ করা যায় তা নিয়ে গত এক মাস ধরে চেষ্টা চালাচ্ছিলেন আদ্রিয়ান। হঠাত্ই রেডিও সিগন্যালের ও-পার থেকে কাটা কাটা কণ্ঠস্বর ভেসে এল। তখনও ঘোর কাটেনি আদ্রিয়ানের। ভেবেছিলেন তিনি হয়ত ভুল শুনছেন। কিন্তু না। তাঁর ভুল ভাঙল কণ্ঠস্বর একটু স্পষ্ট হওয়ায়। বিষয়টি আরও স্পষ্ট হল সিগন্যালের ও-পার থেকে ভেসে আসা কয়েকটি শব্দ ‘রিসিভিং ইউ…ওয়েলকাম অ্যাবোর্ড দ্য ইন্টারন্যাশনাল স্পেশ স্টেশন।’ আর তখনই উত্তেজনায় একের পর এক প্রশ্ন করতে শুরু করলেন আদ্রিয়ান। তাঁর এক মাসের চেষ্টা তো সফল হল। কিন্তু কথোপকথনের সময়টা কম হওয়ায় কিছুটা হতাশও হন তিনি। আদ্রিয়ান জানান, এটা সত্যিই একটা বড় সাফল্য।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন