তিন দিনের লাগাতার বৃষ্টিতে চিনে বন্যা পরিস্থিতি। মৃত অন্তত ৫০। নিখোঁজ ১২। চিনের হুবেই, আনহুয়ি প্রদেশ বন্যা কবলিত। প্রায় ১৫ হাজার বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। চার লক্ষ মানুষকে নিরাপদ স্থানে সরানো হয়েছে। প্রশাসনের তরফে গত মাসেই সতর্কতা জারি করা হয়েছিল। তবে ইয়াংসে ও হুয়াই নদীতে জল বাড়ার আশঙ্কা কমেনি। গুয়াংঝৌ প্রদেশে ধসে নিশ্চিহ্ন হয়ে গিয়েছে একটি গ্রাম। এই বন্যার পিছনে দায়ী সুপার এল নিনো। ও দিকে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে চিত্রাল নদীতে হড়পা বানে প্রাণ হারিয়েছেন অন্তত ৩০। আহত ৩৫। নিখোঁজ ৩১। স্থানীয় সূত্রে খবর, একটি মসজিদ সহ ৩০টি বাড়ি ভেসে গিয়েছে। বৃষ্টির ফলে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।