bangla news

এই হিরের দাম ৩৬২ কোটি টাকা! কেন জানেন?

১৯ ক্যারেট ওজনের কাছাকাছি এই হিরে যেমন দুষ্প্রাপ্য তেমনই অভিজাত। সামনেই এর নিলাম। দাম আর বৈশিষ্ট্য জানলে চমকে যাবেন!

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১০ নভেম্বর ২০১৮ ১২:৩২
Share:
০১ ০৯

বিশাল আকারের চৌকো গোলাপি রঙের হিরে। আলো ঠিকরে বেরচ্ছে তার শরীর থেকে। এমন এক হিরেই এখন আলোচনার শীর্ষে।

০২ ০৯

১৯ ক্যারেট ওজনের কাছাকাছি এই হিরে যেমন দুষ্প্রাপ্য তেমনই অভিজাত। এই হীরকখণ্ডই এ বার নিলামে উঠতে চলেছে জেনেভায়। আগামী ১৩ নভেম্বর জেনেভায় ঐতিহাসিক জিনিসপত্রের নিলামঘর ক্রিস্টিসেএই নিলাম অনুষ্ঠিত হবে।

Advertisement
০৩ ০৯

রত্নবিশেষজ্ঞদের আশা, ভারতীয় মুদ্রায় এর দাম উঠতে পারে প্রায় ২২০ কোটি থেকে ৩৬২ কোটি টাকা। এর আভিজাত্যের কারণে এই হিরের নামকরণ করা হয়েছে ‘দ্য পিঙ্ক লেগাসি’। এর আগে এত দামি ও ঐতিহ্যময় রত্ন নিলামে ওঠেনি বলেই তাঁদের দাবি।

০৪ ০৯

সাধারণত বেশির ভাগ গোলাপি হিরেই এক ক্যারেটের কম ওজনের হয়। সেখানে এই হিরের ওজন ও ঔজ্জ্বল্য এতটাই যে একে ‘বিরল’ বলে দাবি করছেন বিশেষজ্ঞরা। চৌকো এই হিরের রঙের ঘনত্বও অন্য সব হীরকখণ্ডকে পিছনে ফেলে দেবে।

০৫ ০৯

এমনিতেই গোলাপি হিরে খুবই দুষ্প্রাপ্য, তার উপর এর ওজন নিয়েও বিস্মিত রত্নবিশেষজ্ঞরা। এর আগে ২০১৭-র নভেম্বরে হংকংয়ে ১৫ ক্যারেটের একটি গোলাপি হিরে নিলামে ওঠে। সে ক্ষেত্রে প্রতি ক্যারেটের দাম ভারতীয় মুদ্রায় ধার্য হয় প্রায় ১৬কোটি টাকা।আজ পর্যন্ত নিলামের ইতিহাসে সেটিই সবচেয়ে দামি হিরে হিসাবে পরিচিত ছিল।

০৬ ০৯

২০১৩ সালে প্রায় ৬০ ক্যারেট ওজনের একটি হিরে নিলামে ওঠে, যার প্রতি ক্যারেটের দাম উঠেছিল প্রায় ১০ কোটি টাকা।

০৭ ০৯

আপাতত এই মূল্যবান হীরকখণ্ডটি জেনেভার ওপেনহাইমার পরিবারের তত্ত্বাবধানে রয়েছে।বিগত দশ বছর ধরে এই পরিবার ডে বিয়ার্স ডায়মন্ড মাইনিং সংস্থার কর্ণধার। যদিও এই হীরকখণ্ডের বর্তমান মালিকের পরিচয় দিতে তাঁরা অস্বীকার করেন।

০৮ ০৯

এই হীরকখণ্ডটি দক্ষিণ আফ্রিকার কোনও এক আকরিকের খনি থেকে প্রায় একশো বছর আগে পাওয়া গিয়েছে বলে দাবি করেন জেনেবার রত্নবিশেষজ্ঞ জিন মার্ক লুনেল। তাঁর মতে, এটিই আপাতত পৃথিবীর সেরা হীরকখণ্ড।

০৯ ০৯

তাঁর মতে, ১৯২০ সাল নাগাদ এই হীরকখণ্ডটিকে কেটে ১৯ ক্যারেটের ওজন দেওয়া হয়। আগামী ১৩ তারিখ পৃথিবীর সেরা এই হিরের কত দাম ওঠে তা নিয়ে আধীর আগ্রহে অপেক্ষায় রত্নব্যবসায়ী ও বিশেষজ্ঞরা। ছবি: এএফপি ও শাটারস্টক।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement