Sheikh Mujibur Rahman

‘মুক্তিযোদ্ধা নন’ মুজিবুর রহমান! অধ্যাদেশ জারি করে জানাল ইউনূস প্রশাসন, দিল নতুন সংজ্ঞা

মুক্তিযুদ্ধকালীন রাজনীতিবিদদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল নিয়ে তীব্র সমালোচনা হয়েছিল। গত ১৫ মে উপদেষ্টা পরিষদ থেকে আইন মন্ত্রকের পর্যালোচনার শর্তে খসড়াটি অনুমোদন করা হয়।

শেষ আপডেট: ০৪ জুন ২০২৫ ০৯:২২
Share:

শেখ মুজিবুর রহমান। —ফাইল চিত্র।

বাংলাদেশে মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী শেখ মুজিবুর রহমান, সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দীন আহমদ-সহ ১৯৭০ সালের নির্বাচনে বিজয়ী চারশোর বেশি রাজনীতিবিদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল করা হয়েছে। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশে এ সব নেতাদের পরিচয় ‘মুক্তিযুদ্ধের সহযোগী’ হিসেবে নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার রাতে রাষ্ট্রপতির আদেশে আইন মন্ত্রকের তরফে এই অধ্যাদেশ জারি করা হয়। অধ্যাদেশে অনুযায়ী, শুধু মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারই নন, আরও চার শ্রেণির স্বীকৃতিপ্রাপ্ত মুক্তিযোদ্ধার পরিচয় ‘মুক্তিযুদ্ধের সহযোগী’ হিসেবে নির্ধারণ করা হয়েছে। মুক্তিযুদ্ধকালীন রাজনীতিবিদদের মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল নিয়ে তীব্র সমালোচনা হয়েছিল। গত ১৫ মে উপদেষ্টা পরিষদ থেকে আইন মন্ত্রকের পর্যালোচনার শর্তে খসড়াটি অনুমোদন করা হয়। এর পরে আইন মন্ত্রক সহযোগী মুক্তিযোদ্ধার বিষয়টি অনুমোদন দেয়। রাষ্ট্রপতির অনুমোদনক্রমে এ দিন অধ্যাদেশ জারি করা হয়েছে। জারি হওয়া নতুন অধ্যাদেশে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধার সংজ্ঞাও পাল্টে দিয়েছে ইউসূন সরকার। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, আওয়ামী লীগকে কোণঠাসা করতে এই পদক্ষেপ এবং এটা ইতিহাস বদলের চেষ্টা।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন