ব্রেক্সিট নিয়ে শুরু গণভোট, ব্রিটেনের দিকে তাকিয়ে রয়েছে গোটা বিশ্ব

৪ কোটি ৬০ লক্ষেরও বেশি ভোটার আজ ব্রিটেনের ভাগ্য নির্ধারণ করছেন। ভাগ্য নির্ধারিত হচ্ছে ইউরোপীয় ইউনিয়নেরও। বৃহস্পতিবার সকাল হতেই ব্রিটেনে শুরু হয়েছে গণভোট। ২৮টি ইউরোপীয় দেশের সংগঠন ছেড়ে ব্রিটেন বেরিয়ে যাবে, নাকি ইউরোপীয় সংহতির পক্ষেই মত দেবে ব্রিটিশ জনতা, এই গণভোটেই তা নির্ধারিত হতে চলেছে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৩ জুন ২০১৬ ১৮:৩৪
Share:

৪ কোটি ৬০ লক্ষেরও বেশি ভোটার আজ ব্রিটেনের ভাগ্য নির্ধারণ করছেন। ভাগ্য নির্ধারিত হচ্ছে ইউরোপীয় ইউনিয়নেরও। বৃহস্পতিবার সকাল হতেই ব্রিটেনে শুরু হয়েছে গণভোট। ২৮টি ইউরোপীয় দেশের সংগঠন ছেড়ে ব্রিটেন বেরিয়ে যাবে, নাকি ইউরোপীয় সংহতির পক্ষেই মত দেবে ব্রিটিশ জনতা, এই গণভোটেই তা নির্ধারিত হতে চলেছে।

Advertisement

সকাল হতেই ভোটগ্রহণ শুরু হয়েছে ব্রিটেনে। ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং উত্তর আয়ারল্যান্ড— সর্বত্রই এক সঙ্গে ভোট শুরু হয়েছে। রাত ১০টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। শুক্রবার ফল ঘোষণা।শুধু ব্রিটেন নয়, এই গণভোট ঘিরে স্নায়ু টানটান গোটা বিশ্বের। ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেন বেরিয়ে এলে ইউরোর দাম অনেকটাই পড়বে। বাড়বে ডলারের দাম। ব্রিটেনের নিজস্ব মুদ্রা পাউন্ডের উপরেও এর প্রভাব পড়বে। ফলে আন্তর্জাতিক বাণিজ্যের হিসাব-নিকাশ অনেকটাই বদলে যাবে। ব্রিটেনের স্ট মার্কেট সকাল থেকেই টালমাটাল হয়ে রয়েছে। প্রভাব পড়েছে ইউরোপের বিভিন্ন দেশের স্টক মার্কেট-সহ বিশ্ব বাজারেও। ভারতের শেয়ার বাজারেও অস্থিরতার আঁচ রয়েছে। শুক্রবার সকালে ফল ঘোষণার পর যদি দেখা যায়, ব্রিটেনের জনতা ইউরোপীয় ইউনিয়নে থেকে যাওয়ার পক্ষে মত দিয়েছেন, তা হলে সমস্যা নেই। তবে গণভোটের ফল যদি ব্রিটেনের বহির্গমনের পক্ষে হয়, তা হলে বিশ্ব বাজার টালমাটাল হওয়ার আশঙ্কা রয়েছে বলে অর্থনীতিবিদরা মনে করছেন।

বহির্গমনের পক্ষে যাঁরা, তাঁরা বলছেন, ব্রিটেনের পার্লামেন্টের ক্ষমতা এবং হৃত গৌরব যদি পুনরুদ্ধার করতে হয়, তা হলে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরতেই হবে। দেশের অভিবাসন নীতির উপর নিয়ন্ত্রণ কায়েম করতেও ইইউ থেকে বেরিয়ে আসা জরুরি।

Advertisement

আরও পড়ুন: ইউরোপীয় ইউনিয়নে থাকছে ব্রিটেন? ব্রেক্সিট নিয়ে আজ গণভোট

কিন্তু প্রধানমন্ত্রী ডেভিড ক্য়ামেরনের নেতৃত্বে দেশের রাজনৈতিক মহলের বিরাট অংশ ইউরোপীয় ইউনিয়নে থেকে যাওয়ার পক্ষে। তাঁরা শেষ মুহূর্ত পর্যন্ত ব্রিটিশ জনতাকে বহির্গমনের বিপক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। আমেরিকা, ফ্রান্স, চিন, ভারতের মতো দেশও ইউরোপীয় ইউনিয়নে থাকার পরামর্শই দিয়েছে ব্রিটেনকে। ক্যামেরন দেশবাসীকে বলেছেন, দেশ যত দিন ইউনিয়নে থাকবে, অর্থনৈতিক অবস্থা এবং নিরাপত্তা তত দিন অনেক বেশি সুরক্ষিত থাকবে। শেষ পর্যন্ত কোন পক্ষের কথায় বিশ্বাস রাখলেন ব্রিটিশ জনতা, শুক্রবার সকালের আগে অবশ্য তার আঁচ পাওয়ার উপায় নেই।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন