Iran-Israel Conflict

চলতি সপ্তাহের শেষেই ইরানে হামলা চালাতে পারে আমেরিকা, প্রস্তুতি নিচ্ছে হোয়াইট হাউস! দাবি মার্কিন সংবাদমাধ্যমের

চলতি সপ্তাহের শেষেই ইরানে হামলা চালানোর পরিকল্পনা করছে আমেরিকা। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শীর্ষ স্তরের আধিকারিকদের উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ‘ব্লুমবার্গ নিউজ়’।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৯ জুন ২০২৫ ০৯:০৩
Share:

(বাঁ দিকে) ডোনাল্ড ট্রাম্প এবং আয়াতোল্লা আলি খামেনেই (ডান দিকে)। —ফাইল চিত্র।

চলতি সপ্তাহের শেষেই ইরানে হামলা চালানোর পরিকল্পনা করছে আমেরিকা। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের শীর্ষ স্তরের আধিকারিকদের উদ্ধৃত করে এমনটাই জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম ‘ব্লুমবার্গ নিউজ়’। তাদের একটি প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে সম্ভাব্য হামলার বিষয়ে আলোচনা চলছে। শেষ মুহূর্তে পরিকল্পনা বদলানো হতে পারে। হোয়াইট হাউসের এক আধিকারিক নাম প্রকাশ না-করার শর্তে ‘ব্লুমবার্গ’-কে বলেছেন, সব ধরনের বিকল্প পথই খুলে রাখা হচ্ছে।

Advertisement

মঙ্গলবার সরাসরি ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লা আলি খামেনেইকে নিশানা করেছিলেন ট্রাম্প। বলেছিলেন, ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা কোথায় লুকিয়ে রয়েছেন, তা তিনি জানেন। কিন্তু এখনই তাঁকে হত্যা করবে না আমেরিকা। ধৈর্যচ্যুতি ঘটছে জানিয়ে ইরানকেও ‘তছনছ’ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের সেই হুঁশিয়ারির কয়েক ঘণ্টা পর, বুধবার জবাব দেন খামেনেই। ‘মাথা নত না-করার’ বার্তা দিয়ে এক্স হ্যান্ডলে পর পর পোস্ট করে ‘যুদ্ধ শুরু’র ঘোষণা করেন তিনি।

বুধবার হোয়াইট হাউসে ট্রাম্পকে প্রশ্ন করা হয়েছিল যে, আমেরিকা সত্যিই ইরানকে আক্রমণ করবে কি না। জবাবে ধোঁয়াশা বজায় রেখে ট্রাম্প বলেন, “আমি এটা করতে পারি। আবার না-ও করতে পারি।’’

Advertisement

অন্য দিকে, আর এক মার্কিন সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল স্ট্রিট জার্নাল’ জানিয়েছে, ট্রাম্প তাঁর ঘনিষ্ঠদের বলেছেন যে, তিনি ইরানের উপর সামরিক হানা চালাতে চান। তবে তার আগে তেহরানকে ওয়াশিংটন কিছুটা সময় দিতে চায় বলে জানানো হয়েছে ওই প্রতিবেদন। প্রতিবেদন অনুসারে, আমেরিকা দেখতে চায় যে তাদের কথা মতো ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বন্ধ করছে কিনা। এই পরিস্থিতির উপর নজর রেখে পরবর্তী পদক্ষেপ করতে চাইছে ট্রাম্প প্রশাসন।

বুধবারই অবশ্য ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাঘচি স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছেন যে, তাঁরা পরমাণু অস্ত্র বানাতে চান না। তেহরান অবশ্য বরাবরই জানিয়ে এসেছে যে, তারা গবেষণা এবং বিদ্যুৎ উৎপাদনের জন্য পরমাণু তৈরি করতে চায়। কিন্তু পরমাণু অস্ত্র বানাতে চায় না।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement