তালিবান হামলায় ইস্তফা সেনাপ্রধানের

আফগানিস্তানের সেনা ঘাঁটিতে তালিবান হামলায় ১৪০ জনের মৃত্যুর পর সরে দাঁড়ালেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী আবদুল্লা হাবিবি ও সেনাপ্রধান কাদাম শাহ শাহিম। মাজার-ই-শরিফের একটি সামরিক ঘাঁটিতে শুক্রবারের এই হামলার পর থেকেই চাপ বাড়ছিল প্রতিরক্ষা মন্ত্রকের উপর।

Advertisement

সংবাদ সংস্থা

কাবুল শেষ আপডেট: ২৫ এপ্রিল ২০১৭ ০২:৫৯
Share:

আফগানিস্তানের সেনা ঘাঁটিতে তালিবান হামলায় ১৪০ জনের মৃত্যুর পর সরে দাঁড়ালেন দেশের প্রতিরক্ষা মন্ত্রী আবদুল্লা হাবিবি ও সেনাপ্রধান কাদাম শাহ শাহিম। মাজার-ই-শরিফের একটি সামরিক ঘাঁটিতে শুক্রবারের এই হামলার পর থেকেই চাপ বাড়ছিল প্রতিরক্ষা মন্ত্রকের উপর।

Advertisement

অভিযোগ ওঠে, সেনাবাহিনীর ভিতর থেকেই তথ্য পাচার করা হয়েছিল হামলাকারীদের। চাপের মুখে রাতারাতি ক্ষমতা থেকে
সরিয়ে দেওয়া হয় আট সেনা আধিকারিককে। প্রেসিডেন্টের দফতর থেকে জানানো হয়েছে, সোমবার দুটি পদত্যাগপত্রই গ্রহণ করেছেন প্রেসিডেন্ট আশরাফ ঘানি।

এই পরিস্থিতিতেই আজ কাবুলে গিয়েছেন মার্কিন প্রতিরক্ষা সচিব জিম ম্যাটিস। আফগান সেনা কর্তা ও সে দেশে নিযুক্ত মার্কিন সেনাবাহিনীর সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে তাঁর। আজই আবার পূর্ব আফগানিস্তানের খোস্তে একটি সামরিক ঘাঁটিতে হামলা চালায় জঙ্গিরা। হতাহতের সংখ্যা জানা যায়নি।

Advertisement

শুক্রবার উত্তর আফগানিস্তানের মাজার-ই-শরিফের সেনা শিবিরে আফগান সেনার পোশাক পরে ঢুকে পড়ে ১০ তালিবান জঙ্গি। এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে তারা। পাল্টা জবাব দেয় আফগান সেনারাও। এই সময় দুই জঙ্গি আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়। তাতেই বেশির ভাগ সেনার মৃত্যু হয়েছে। নিহত হয়েছে ১০ জঙ্গিও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন