চুমু খেয়ে বিতর্কে দুতের্তে

ফিলিপিন্সের মানুষ বিশেষ করে মহিলারা এই ঘটনায় ক্ষুব্ধ শুনে প্রায় চ্যালেঞ্জের ঢঙে দুতের্তে বলেন, ‘‘মহিলারা চাইলে সবাই আমার বিরুদ্ধে পিটিশন জমা করুক। আমি ইস্তফা দেব।’’

Advertisement

সংবাদ সংস্থা

ম্যানিলা শেষ আপডেট: ০৭ জুন ২০১৮ ০৩:৩৩
Share:

রডরিগো দুতের্তে

ভরা সভায় এক মহিলা দর্শকের ঠোঁটে ঠোঁট রেখে চুমু খেয়ে বিতর্কের ঝড় তুলেছিলেন ফিলিপিন্সের ৭৩ বছরের প্রেসিডেন্ট রডরিগো দুতের্তে। ক্ষমতার অপব্যবহার এবং নারী-বিদ্বেষের অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। দুতের্তে যদিও এ বিষয়ে এতটুকু বিচলিত হননি। মঙ্গলবার রাতে দক্ষিণ কোরিয়া সফর সেরে দেশে ফিরে তিনি জানালেন, ‘‘আমরা দু’জনেই মুহূর্তটা উপভোগ করেছি। পুরো ব্যাপারটাই লোক-দেখানো ছিল। আমার মনে খারাপ কিছু থাকলে জনসমক্ষে তা করতাম না।’’ ফিলিপিন্সের মানুষ বিশেষ করে মহিলারা এই ঘটনায় ক্ষুব্ধ শুনে প্রায় চ্যালেঞ্জের ঢঙে দুতের্তে বলেন, ‘‘মহিলারা চাইলে সবাই আমার বিরুদ্ধে পিটিশন জমা করুক। আমি ইস্তফা দেব।’’

Advertisement

ঘটনাটা রবিবারের। দক্ষিণ কোরিয়া সফরে গিয়েছিলেন দুতের্তে। এক সভায় শ্রোতাদের উদ্দেশ্যে ছুড়ে দিচ্ছিলেন টুকরো রসিকতা। হঠাৎই একটি বই দেখিয়ে এক মহিলা দর্শককে তিনি বলেন, ‘‘বইটি চাইলে আমায় চুম্বন করো।’’ প্রেসিডেন্টের হাত থেকে উপহার নিতে মঞ্চে উঠে আসেন ফিলিপিন্সের নাগরিক ওই মহিলা। খানিকটা ইতস্তত করে মহিলা জানান, তিনি বিবাহিত। এর পরে দুতের্তেই এগিয়ে এসে মহিলার ঠোঁটে ঠোঁট রাখেন। সোশ্যাল মিডিয়া জুড়ে সেই ছবি ভাইরাল হয়েছে। বুধবার প্রেসিডেন্টের আইনজীবী বলেন, ‘‘দুতের্তের আচরণে তাঁর পিতৃসুলভ, স্নেহময় দিকটিই ফুটে উঠেছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন