Russia: ভোট নিয়ম মেনে, দিল্লিকে বলল রাশিয়া

রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট ডুমায় সম্প্রতি হওয়া নির্বাচনে কারচুপি করে ভ্লাদিমির পুতিন ফের ক্ষমতায় এসেছেন, এমন অভিযোগে সরব ছিল ভারতের বেশ কয়েকটা সংবাদমাধ্যম।

Advertisement

সংবাদ সংস্থা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৭ সেপ্টেম্বর ২০২১ ০৬:১১
Share:

n মাছ গেঁথেছি বঁড়শিতে: ছুটির মেজাজে পুতিন। পিটিআই

দেশের আইন ও আন্তর্জাতিক নিয়ম মেনেই নির্বাচন হয়েছে রাশিয়াতে, শনিবার নয়াদিল্লিতে এমনটাই জানিয়েছে রাশিয়ার দূতাবাস। দূতাবাসের তরফে এ-ও জানানো হয়েছে, ‘পাশ্চাত্য দেশগুলি’ রাশিয়ার নির্বাচনের ধরন ও ঐতিহ্য ঠিক বুঝে উঠতে পারে না বলেই তৈরি হয় বিভিন্ন মতভেদ।

Advertisement

রুশ পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট ডুমায় সম্প্রতি হওয়া নির্বাচনে কারচুপি করে ভ্লাদিমির পুতিন ফের ক্ষমতায় এসেছেন, এমন অভিযোগে সরব ছিল ভারতের বেশ কয়েকটা সংবাদমাধ্যম। দূতাবাসের তরফে জানানো হয়, যারা পশ্চিমি দেশগুলির থেকে রাশিয়ার বিষয়ে তথ্য সংগ্রহ করে,তাদের পক্ষেই কারচুপির এই ভুল তথ্য প্রচার করা সম্ভব। দূতাবাসের মুখপাত্র বলেন, “আমরা জানি এই সংবাদমাধ্যমগুলি থেকে রাশিয়া ও ভারতের সম্পর্কের প্রকৃত অবস্থান জানা যায় না। রাশিয়ার নির্বাচন সম্পূর্ণ আইন মেনে হয়েছে, এ বিষয়ে ভারতের যে কোনও সন্দেহ নেই সে বিষয়ে আমরা নিশ্চিত।”

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন