Attack in Russian Consulate

ফ্রান্সে রুশ দূতাবাসে হামলা, পড়ল বোমা! বিস্ফোরণের শব্দে কেঁপে উঠল এলাকা

ঘটনাস্থল থেকে একটি গাড়ি উদ্ধার করা হয়েছে। পরীক্ষা করে জানা গিয়েছে, সেটি দিন কয়েক আগে চুরি যায়। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, ওই গাড়িতে চেপেই আততায়ীরা এসেছিল।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৫ ১৬:৩৫
Share:

হামলার পর ফ্রান্সের রাশিয়ান কনস্যুলেটের বাইরে তৎপরতা। ছবি: রয়টার্স।

ফ্রান্সে রুশ দূতাবাসে দুষ্কৃতী হামলা। সোমবার মার্সেই শহরে ওই দূতাবাসের কাছ থেকে বিস্ফোরণের শব্দ শুনতে পান স্থানীয়েরা। প্রথমে বিষয়টি বুঝতে পারেননি কেউই। পরে জানা যায়, কেউ বা কারা দূতাবাসের বাগানে ‘মলটোভ ককটেল’ (বিস্ফোরক) ছুড়ে পালান। ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া না গেলেও, এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

Advertisement

সংবাদ সংস্থা রয়টার্স স্থানীয় সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে জানিয়েছে, ঘটনাস্থল থেকে একটি গাড়ি উদ্ধার করা হয়েছে। সেটি দিন কয়েক আগে চুরি গিয়েছিল। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, ওই গাড়িতে চেপেই দুষ্কৃতীরা এসেছিল। ফ্রান্সের স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, মার্সেইতে রুশ দূতাবাসে হামলার ঘটনার তদন্ত শুরু হয়েছে।

এ ব্যাপারে উদ্বেগপ্রকাশ করেছে রাশিয়া। ভ্লাদিমির পুতিনের প্রশাসন জানিয়েছে, তারা এ ব্যাপারে ফ্রান্স প্রশাসনের সঙ্গে যোগযোগ করা হয়েছে। তাদের তরফে তদন্তের আর্জির পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করার ব্যাপারেও জানানো হয়েছে বলে খবর। ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। যদিও তারা প্রাথমিক ভাবে হামলার কথা স্বীকার করেনি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনীও। দূতাবাসে সাধারণত উচ্চতর নিরাপত্তা ব্যবস্থা থাকে। সেই নিরাপত্তাবেষ্টনী পেরিয়ে কী ভাবে দুষ্কৃতীরা হামলা চালাল, তা নিয়ে প্রশ্ন উঠছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement