জনসনের ইস্তফা চায় রাশিয়া

আগামী জুনে ফুটবল বিশ্বকাপের আসর বসতে চলেছে রাশিয়ায়। জনসনের বক্তব্য ছিল, ১৯৩৬ সালে জার্মানিতে অলিম্পিকসের সময়ে হিটলার যা করেছিলেন, রাশিয়া সেটাই করতে চলেছে।

Advertisement

সংবাদ সংস্থা

লন্ডন শেষ আপডেট: ২৩ মার্চ ২০১৮ ০২:৪৪
Share:

বরিস জনসন

স্ক্রিপাল বিতর্কের মধ্যেই ব্রিটেন ও রাশিয়ার সম্পর্কের টানাপড়েন আরও বাড়ল। বিতর্কিত মন্তব্যের দায়ে এ বার ব্রিটেনের বিদেশমন্ত্রী বরিস জনসনকে পদ থেকে অপসারণের দাবি তুলল রাশিয়া।

Advertisement

আগামী জুনে ফুটবল বিশ্বকাপের আসর বসতে চলেছে রাশিয়ায়। জনসনের বক্তব্য ছিল, ১৯৩৬ সালে জার্মানিতে অলিম্পিকসের সময়ে হিটলার যা করেছিলেন, রাশিয়া সেটাই করতে চলেছে। জনসনের বক্তব্য নিয়ে ব্রিটেন দুঃখপ্রকাশ তো করেইনি, বরং প্রধানমন্ত্রী টেরেসা মে হুঁশিয়ারি দিয়েছেন, পশ্চিমী গণতন্ত্রের সামনে ক্রমেই হুমকি হয়ে দাঁড়াচ্ছে মস্কো। এর পরেই আজ স্কটল্যান্ডে রাশিয়ার কনসাল জেনারেল আন্দ্রেই প্রিটসেপভ নিশানা করেছেন জনসনকে। তাঁর মন্তব্য, ‘‘ওঁর এ সব কথাবার্তা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না। উনি যা বলেছেন, তা কোনও দেশের বিদেশমন্ত্রীর পক্ষেই শোভা পায় না।’’ ক্ষুব্ধ আন্দ্রেই বলেন, ‘‘মনে হয় এ বার জনসনের সরে যাওয়ার সময় এসেছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন