Sputnik V

Sputnik-V: বিশ্বের প্রথম নাকে স্প্রে করার টিকায় ছাড় পেল স্পুটনিক-ভি, ওমিক্রনের বিরুদ্ধে কার্যকর

এখনও পর্যন্ত ওমিক্রনের সাব-ভেরিয়েন্ট বিএ.২-কেই সবচেয়ে সংক্রামক বলে মনে করা হচ্ছিল। তবে এক্সই-র আগমন সেই পরিস্থিতি বদলে দিতে পারে। কারণ এক্সই বিএ.২-র থেকেও ১০% বেশি সংক্রমণ ক্ষমতা রাখে। ১৯ জানুয়ারি প্রথম এই স্ট্রেনের সন্ধান মেলে বলে জানিয়েছে ব্রিটেনের হেল্থ এজেন্সি।          

Advertisement

সংবাদ সংস্থা

মস্কো শেষ আপডেট: ০৩ এপ্রিল ২০২২ ০৬:৩৫
Share:

প্রতীকী ছবি।

বিশ্বের প্রথম নাকে স্প্রে করার কোভিড-টিকা হিসাবে ছাড়পত্র পেল রাশিয়ার তৈরি প্রতিষেধক স্পুটনিক ভি-র ‘নেজ়াল ডোজ়’। বর্তমানে বিশ্ব জুড়ে দাপট দেখানো ওমিক্রনের বিরুদ্ধে এই নাকে স্প্রে করার টিকা বিশেষ কার্যকর বলে দাবি নির্মাতাদের। এ দিকে, এ দিনই ওমিক্রন থেকে মিউটেট হয়ে আরও এক নয়া স্ট্রেনের উৎপত্তির খবর জানাল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)। সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের দাবি, এখনও পর্যন্ত আসা করোনার সব স্ট্রেনকেই না কি সংক্রমণ ক্ষমতার নিরিখে টেক্কা দিতে পারে ‘এক্সই’ নামে এই ভেরিয়েন্ট।

Advertisement

শুক্রবার রাতে স্পুটনিক ভি-র তরফে ‘নেজ়াল ডোজ়’টির ছাড়পত্র পাওয়ার কথা জানানো হয়। উল্লেখ্য, গত জানুয়ারিতে সংস্থাটি জানিয়েছিল, আগামী ৩ থেকে ৪ মাসের মধ্যেই এই ‘নেজ়াল ডোজ়’ রাশিয়ার সাধারণের নাগালে পৌঁছে দেওয়া হবে।

এই টিকা ওমিক্রনের বিরুদ্ধেও উপযোগী বলে জানিয়েছে নির্মাতা ‘দ্য গামালেয়া ন্যাশনাল সেন্টার অব এপিডেমিয়োলজি’। তাদের বক্তব্য, গবেষণায় প্রমাণ মিলেছে যে স্পুটনিক ভি-র ডোজ় ওমিক্রনের বিরুদ্ধে কার্যকর। ফলে নাকের স্প্রে হিসাবে যে টিকা দেওয়া হবে তা-ও ওমিক্রনের বিরুদ্ধে কার্যকর হবে, তা নিশ্চিত।

Advertisement

অন্য দিকে, ওমিক্রনকে দমন করার লড়াইয়ের মাঝে আরও এক নয়া স্ট্রেনের উৎপত্তি বিশেষজ্ঞদের কপালের ভাঁজ আরও চওড়া করল। হু জানিয়েছে, মূলত ব্রিটেনে এর সন্ধান মিলেছে। নতুন স্ট্রেনটির নাম ‘এক্সই’।

তবে বিজ্ঞানীদের বিশেষ চিন্তায় ফেলেছে স্ট্রেনটির অতি-সংক্রামক চরিত্র। তাঁরা জানাচ্ছেন, এখনও পর্যন্ত করোনার যে স্ট্রেনগুলি আত্মপ্রকাশ করেছে তার মধ্যে সব চেয়ে বেশি সংক্রামক হয়ে উঠতে পারে ‘এক্সই’।

ওমিক্রন থেকেই মিউটেট হয়ে জন্ম এক্সই স্ট্রেনের। ওমিক্রনের বিএ.১ ও বিএ.২-এর ‘রিকম্বিন্যান্ট’ মিউটেশন থেকেই এর সৃষ্টির আধার। কোভিডের একাধিক ভেরিয়েন্টে আক্রান্তের শরীরে এই ‘রিকম্বিন্যান্ট’ মিউটেশন হয় বলে জানাচ্ছেন বিজ্ঞানীরা। এ ক্ষেত্রে একাধিক ভেরিয়েন্টের জিনগত উপাদান মিশে রিকম্বিন্যান্ট পদ্ধতিতে মিউটেশনের ফলেই নয়া স্ট্রেনের উৎপত্তি হয়।

এখনও পর্যন্ত ওমিক্রনের সাব-ভেরিয়েন্ট বিএ.২-কেই সবচেয়ে সংক্রামক বলে মনে করা হচ্ছিল। তবে এক্সই-র আগমন সেই পরিস্থিতি বদলে দিতে পারে। কারণ এক্সই বিএ.২-র থেকেও ১০% বেশি সংক্রমণ ক্ষমতা রাখে। ১৯ জানুয়ারি প্রথম এই স্ট্রেনের সন্ধান মেলে বলে জানিয়েছে ব্রিটেনের হেল্থ এজেন্সি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন