S jaishankar

পশ্চিম ছেড়ে এশিয়ামুখী রাশিয়া, মত জয়শঙ্করের

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মনে করেন, এই সময়কে কাজে লাগিয়ে মস্কোর সঙ্গে আরও বেশি যোগাযোগের রাস্তা খোলা প্রয়োজন এশিয়ার দেশগুলির।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ২৪ ফেব্রুয়ারি ২০২৪ ০৭:০৪
Share:

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। —ফাইল চিত্র।

পশ্চিম বিশ্ব নয়, রাশিয়া আরও বেশি করে এশিয়ার দেশগুলির দিকে ঝুঁকছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মনে করেন, এই সময়কে কাজে লাগিয়ে মস্কোর সঙ্গে আরও বেশি যোগাযোগের রাস্তা খোলা প্রয়োজন এশিয়ার দেশগুলির।

Advertisement

আমেরিকা তথা পশ্চিমের সঙ্গে রাশিয়ার ঠান্ডা যুদ্ধের আধুনিক এই সংস্করণের মধ্যেই আজ বিষয়টি নিয়ে মুখ খোলেন জয়শঙ্কর। রাইসিনা সংলাপে এই মতামত জানিয়ে তিনি শুক্রবার বলেন, “এশিয়ার দেশগুলির আরও বেশি করে রাশিয়ার সঙ্গে সংলগ্ন হওয়া প্রয়োজন। এটা অবশ্যই ভারতের জাতীয় স্বার্থের জন্য জরুরি। তবে শুধু ভারত নয়, আন্তর্জাতিক স্বার্থের জন্যও প্রয়োজনীয়।” বিদেশমন্ত্রীর কথায়, “আজ রাশিয়ায় যা ঘটছে, তা হল রাশিয়ার জন্য পশ্চিমের অনেক দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। কেন আমরা তা জানি।” তাঁর মতে, পশ্চিমের নীতি রাশিয়া ও চিনকে কাছাকাছি নিয়ে আসছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন