Alcohol Ban

দেশের ৬০০টি জায়গায় মদ বিক্রি বৈধ করছে রক্ষণশীল সৌদি আরব প্রশাসন, লক্ষ্য আরও বেশি পর্যটক টানা

২০৩৪ সালে ফুটবল বিশ্বকাপের আসর বসতে চলেছে সৌদি আরবে। তার আগে বিদেশের পর্যটকদের আকর্ষণ করতেই মদ বিক্রি নিয়ে এই পদক্ষেপ করতে চলেছে সে দেশের প্রশাসন।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ২৫ মে ২০২৫ ২১:২৭
Share:

দেশের ৬০০টি জায়গায় মদ বিক্রি বৈধ করছে রক্ষণশীল সৌদি আরব প্রশাসন। —প্রতীকী চিত্র।

দেশের ৬০০টি জায়গায় মদ বিক্রির শুরু করছে সৌদি আরব সরকার। রক্ষণশীল সৌদি আরবে প্রকাশ্যে তো বটেই, গোপনেও মদ বিক্রি নিষিদ্ধ। তবে এই কঠোর বিধিনিষেধ এ বার কিছুটা আলগা হতে চলেছে সে দেশে। নেপথ্যে, অর্থনৈতিক কৌশল।

Advertisement

২০৩৪ সালে ফুটবল বিশ্বকাপের আসর বসতে চলেছে সে দেশে। তার আগে বিদেশি পর্যটকদের আকর্ষণ করতেই এই পদক্ষেপ করতে চলেছে সৌদি প্রশাসন। স্থির হয়েছে, ২০২৬ সালের মধ্যে পর্যটকদের কাছে জনপ্রিয় ৬০০টি জায়গায় ধাপে ধাপে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে।

তবে ওই ৬০০ জায়গা ছাড়া সৌদির অন্যত্র নিষেধাজ্ঞা বহাল থাকছে। সৌদি আরবে মূলত সুন্নি মুসলমান সম্প্রদায়ের বাস। সে দেশের রাজপরিবার দেশে রক্ষণশীল ইসলামিক আইন বহাল রাখার পক্ষপাতী। তবে দেশের প্রাচীন ঐতিহ্য এবং মূল্যবোধ রক্ষা করার পাশাপাশি নিজেদের পর্যটনবান্ধব হিসাবেও তুলে ধরতে চাইছে পশ্চিম এশিয়ার এই দেশটি।

Advertisement

ইতিমধ্যেই সৌদির অর্থনৈতিক প্রতিদ্বন্দ্বী দুই দেশ সংযুক্ত আরব আমিরশাহি এবং বাহরিন পর্যটকদের কাছে জনপ্রিয় এলাকাগুলিতে মদ বিক্রি বৈধ ঘোষণা করেছে। এই কারণে ওই দুই দেশের কোষাগারও ভরছে। এই অঙ্ক মাথায় রেখেই রক্ষণশীলতা কিছুটা আলগা করতে চাইছে সৌদি আরব। ইতিমধ্যেই সে দেশের যুবরাজ মহম্মদ বিন সলমন বিদেশি পর্যটকদের টানতে ‘ভিশন ২০৩০’ পরিকল্পনার সূচনা করেছেন। মদের উপর আংশিক নিষেধাজ্ঞা প্রত্যাহার সেই পরিকল্পনারই অন্যতম অঙ্গ বলে মনে করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement