Shark

মাঝ সমুদ্রে হাঙরের গায়ে হাত, সেলফিও!

বিভিন্ন ক্ষেত্রেই ‘সেলফি’ তোলা এখন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। কিন্তু তা বলে হাঙরের সঙ্গে সেলফি! অবিশ্বাস্য মনে হলেও সম্প্রতি ঘটেছে এমন একটি ঘটনাই। প্রশান্ত মহাসাগরে বিশাল একটি হাঙরের সঙ্গে সেলফি তুলেছেন এক মহিলা।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৯ জানুয়ারি ২০১৯ ১৪:৪২
Share:

ছবি: ইনস্টাগ্রাম

বিভিন্ন ক্ষেত্রেই ‘সেলফি’ তোলা এখন ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে। কিন্তু তা বলে হাঙরের সঙ্গে সেলফি! অবিশ্বাস্য মনে হলেও সম্প্রতি ঘটেছে এমন একটি ঘটনাই। প্রশান্ত মহাসাগরে বিশাল একটি হাঙরের সঙ্গে সেলফি তুলেছেন এক মহিলা। ঘটনাটি যুক্তরাষ্ট্রের হাওয়াইয়ের ওয়াহু দ্বীপের দক্ষিণ উপকূলের। র‍্যামসে নামক সেই মহিলা একজন সমুদ্র জীববিজ্ঞানী এবং হাঙর সংরক্ষণের জন্য বহু দিন ধরে কাজ করে আসছেন।

Advertisement

প্রশান্ত মহাসাগরের ঠিক মাঝখানে বিশাল সেই হাঙরের সঙ্গে নিজের ছবিটি তুলেছেন তিনি। জানা গিয়েছে, যে হাঙরটির সঙ্গে তিনি সেলফি তুলেছেন সেটি একটি ডিপ ব্লু শার্ক। এদের দৈর্ঘ্য গড়ে ১৫ থেকে ১৬ ফুট হলেও, এই হাঙরটির দৈর্ঘ্য প্রায় ২০ ফুট ছিল বলে জানা গিয়েছে।

হাঙরের খোঁজ পেতে র‍্যামসের দল একটি কৌশলের আশ্রয় নেয়। সমুদ্রের এক জায়গায় মৃত তিমির মাংস ফেলে রাখেন তাঁরা। আর তাঁদের এই কৌশলের কাছেই ধরা পড়ে যায় হাঙরটি। র‌্যামসে জানিয়েছেন, ‘টাইগার শার্ক’ নামে পরিচিত এক জাতের হাঙর এসে মৃত তিমির মাংস খেতে শুরু করে। তারপরেই এই হাঙরটি আসে সেখানে।

Advertisement

A post shared by Ocean Ramsey #OceanRamsey (@oceanramsey) on

আরও পড়ুন: ন্যান্সির সফর বাতিল, ট্রাম্প কি ঠান্ডা যুদ্ধে!

আরও পড়ুন: রোহিঙ্গাদের চুপি চুপি পুশ ব্যাক করল দিল্লি

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন