Militant Attack in Pakistan

আফগান সীমান্তে পাকিস্তানি নিরাপত্তা বাহিনীর চৌকিতে হামলা বিদ্রোহীদের! নিহত অন্তত ছয় পাক সেনাকর্মীর

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় দীর্ঘ দিন ধরেই সক্রিয় রয়েছে বিদ্রোহী তালিবান গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)। এই বিদ্রোহী গোষ্ঠী পাকিস্তানি তালিবান নামেও পরিচিত। পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে প্রায়শই তাদের সংঘর্ষ এবং গুলির লড়াই লেগে থাকে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২৫ ১৩:১৮
Share:

পাকিস্তানি নিরাপত্তা বাহিনী। — ফাইল চিত্র।

বিদ্রোহীদের হানায় পাকিস্তানে নিহত হলেন পাক সেনার ছয় কর্মী। সোমবার রাতে আফগান সীমান্তের কাছে পাকিস্তানের এক সেনা চৌকিতে হামলা চালান বিদ্রোহীরা। জানা যাচ্ছে, ওই হামলায় ছয় সেনাকর্মীর মৃত্যু হয়েছে। যদিও প্রতিবেদনিট প্রকাশের সময় পর্যন্ত কোনও বিদ্রোহী গোষ্ঠীই এই হামলার দায় স্বীকার করেনি।

Advertisement

পাকিস্তানের উত্তর পশ্চিমে খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুর্‌রম জেলায় হামলাটি হয়েছে। এই প্রদেশে দীর্ঘ দিন ধরেই সক্রিয় রয়েছে বিদ্রোহী তালিবান গোষ্ঠী তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)। এই বিদ্রোহী গোষ্ঠী পাকিস্তানি তালিবান নামেও পরিচিত। পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে প্রায়শই তাদের সংঘর্ষ এবং গুলির লড়াই লেগে থাকে। প্রায় দু’দশক ধরে পাকিস্তানের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষ চলছে তাদের। তবে সোমবার রাতে তাদের উপর কোন গোষ্ঠী হামলা চালিয়েছে, তা এখনও স্পষ্ট নয়।

গত অক্টোবরে আফগানিস্তানের মাটিতে পাক বিমানহানা এবং সীমান্ত সংঘর্ষের পরে উত্তেজনা প্রশমন ও সংঘর্ষবিরতি কার্যকর করার লক্ষ্যে পশ্চিম এশিয়ায় কয়েক দফা আলোচনা করেছে পাকিস্তান এবং আফগানিস্তান। পাকিস্তানের তরফে একাধিক বার আফগানিস্তানের মাটিতে সক্রিয় তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি)-সহ বিভিন্ন জঙ্গিগোষ্ঠীর উপর নজরদারি চালানো এবং কঠোর পদক্ষেপ করার দাবি তোলা হয়েছে।

Advertisement

জবাবে পাক ফৌজের বিরুদ্ধে আফগানিস্তানের সীমান্ত লঙ্ঘন এবং বিমানহামলার অভিযোগ তুলেছেন তালিবান প্রতিনিধিরা। কাবুলের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, টিটিপির উপর তাঁদের কোনও নিয়ন্ত্রণ নেই।

পাকিস্তানে হিংসাত্মক কার্যকলাপ চালানোর জন্য এই বিদ্রোহী গোষ্ঠী আফগানিস্তানের মাটিকে ব্যবহার করছে পরে বার বার অভিযোগ তুলেছে পাকিস্তান। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে কাবুল। আফগানিস্তানের তালিবান সরকার স্পষ্ট ভাবে জানিয়ে দিয়েছে, এটি পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা। বস্তুত, গত শুক্রবার রাতেও পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে গুলিবর্ষণ হয়েছে। তাতে অন্তত পাঁচ জনের মৃত্যুর খবর মিলেছিল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement