Pakistani TTP Militants

১৮ তালিবান বিদ্রোহীকে গ্রেফতার করল পাকিস্তান! বিভিন্ন শহরে হামলার ছক ছিল বলে অভিযোগ

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশে সক্রিয় এই ‘তেহরিক-ই-তালিবান পাকিস্তান’ বা টিটিপি গোষ্ঠী। খাইবার পাখতুনখোয়ায় তালিবান বিদ্রোহীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালাচ্ছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ০১ নভেম্বর ২০২৫ ১৮:১৪
Share:

পাকিস্তানে গ্রেফতার ১৮ তালিবান বিদ্রোহী। —ফাইল চিত্র।

পাকিস্তানের পঞ্জাব প্রদেশে ১৮ জন বিদ্রোহীকে পাকড়াও করলেন সে দেশের কর্তৃপক্ষ। ইসলামাবাদের দাবি, ধৃতদের বেশির ভাগই তালিবান বিদ্রোহী। আফগানিস্তানের সঙ্গে সীমান্তে উত্তেজনার মাঝে তালিবান-বিদ্রোহীদের বিরুদ্ধে আরও জোরালো অভিযান শুরু করেছে ইসলামাবাদ। এ অবস্থায় শনিবার পাকিস্তানের পঞ্জাব পুলিশের সন্ত্রাসদমন দফতরের হানায় ধরা পড়লেন ১৮ জন বিদ্রোহী। পঞ্জাব প্রদেশের পুলিশের দাবি, সেখানে নাশকতার ছক কষছিলেন ওই বিদ্রোহীরা।

Advertisement

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তবর্তী খাইবার পাখতুনখোয়া প্রদেশে সক্রিয় এই ‘তেহরিক-ই-তালিবান পাকিস্তান’ বা টিটিপি গোষ্ঠী। খাইবার পাখতুনখোয়ায় তালিবান বিদ্রোহীদের বিরুদ্ধে ধারাবাহিক অভিযান চালাচ্ছে পাকিস্তানের নিরাপত্তা বাহিনী। সম্প্রতি পাকিস্তান এবং আফগানিস্তানের মধ্যে সামরিক উত্তেজনা ছড়িয়েছিল। সীমান্তের ওই উত্তেজনা প্রশমন করতে পারস্পরিক আলোচনাতেও বসে পাকিস্তান এবং আফগানিস্তান। তবে এর মধ্যেও ফের আফগান সীমান্তে পাক সেনা এবং তালিবান বিদ্রোহীদের মধ্য সংঘর্ষ হয়েছে বলে দাবি করে ইসলামাবাদ। এ বার পাকিস্তানের পঞ্জাব প্রদেশেও বিদ্রোহীদের বিরুদ্ধে চলল অভিযান।

পঞ্জাব প্রদেশের পুলিশের দাবি, পাকিস্তানের বিভিন্ন শহরে গুরুত্বপূর্ণ স্থপনায় আঘাত হানার ছক কষেছিলেন বিদ্রোহীরা। ওই অভিযানে তিন কেজি বিস্ফোরক, ১৪টি ডিটোনেটর, সেফটি ফিউজ়ের জন্য ৩৩ ফুট লম্বা তার এবং তিনটি ইম্প্রোভাইজ়ড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) উদ্ধার হয়েছে। পাকিস্তানে নিষিদ্ধি টিটিপি গোষ্ঠীর বিভিন্ন নথিপত্র, মোবাইল এবং নগদও ধৃতদের থেকে পাওয়া গিয়েছে বলে দাবি পাক কর্তৃপক্ষের।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement