যৌন নিগ্রহে অভিযুক্ত ফ্রয়েডের নাতি

মনোবীক্ষণের জনকের ঘরে কলঙ্কের আঁচ। শিশুদের যৌন নিগ্রহ ও ধর্ষণে নাম জড়াল সিগমুন্ড ফ্রয়েডের নাতি তথা ব্রিটিশ সম্প্রচারক ক্লিমেন্ট ফ্রয়েডের। অভিযোগ, ৪০-৭০ দশকে দুই শিশুকে নিগ্রহ করেন তিনি।

Advertisement

সংবাদ সংস্থা

লন্ডন শেষ আপডেট: ১৬ জুন ২০১৬ ০৮:২৭
Share:

ক্লিমেন্ট ফ্রয়েড

মনোবীক্ষণের জনকের ঘরে কলঙ্কের আঁচ। শিশুদের যৌন নিগ্রহ ও ধর্ষণে নাম জড়াল সিগমুন্ড ফ্রয়েডের নাতি তথা ব্রিটিশ সম্প্রচারক ক্লিমেন্ট ফ্রয়েডের। অভিযোগ, ৪০-৭০ দশকে দুই শিশুকে নিগ্রহ করেন তিনি। সৌজন্যে, ‘এক্সপোজার: অ্যাবিউসড অ্যান্ড বিট্রেড’ নামে একটি তথ্যচিত্র। এখনও অপ্রকাশিত, তবে শীঘ্রই তা দেখানো হবে এক ব্রিটিশ চ্যানেলে। তথ্যচিত্রটিতে দুই নির্যাতিতার বয়ানও রয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক জন জানান, তাঁর ১৮ বছর বয়সে ক্লিমেন্ট তাঁকে ধর্ষণ করেন। শৈশবেও একাধিক বার নিগ্রহ করেন। ২০০৯-এর ১৫ এপ্রিল ৮৫ বছর বয়সে মারা যান ক্লিমেন্ট। তথ্যচিত্রটির বিশেষ প্রদর্শনী দেখেছেন তাঁর পরিবারও। ক্লিমেন্টের স্ত্রী জিল বলেন, ‘‘এমন একটা মানুষকে ভালবেসে দীর্ঘ ৫৮টা বছর কাটিয়েছি! আজ ভাবতেই খারাপ লাগছে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন