International News

২২ গজ ছেড়ে ভোটের ময়দানে, আওয়ামি লিগের প্রার্থী হচ্ছেন মাশরাফি-সাকিব

আগামী ২৩ ডিসেম্বর বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন। সেই ভোটে মাগুরা-১ আসনে আওয়ামি লিগের মনোনয়ন চাইবেন সাকিব। সোমবার তাঁর দলীয় মনোনয়নপত্র নেওয়ার কথা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

ঢাকা শেষ আপডেট: ১০ নভেম্বর ২০১৮ ২১:০০
Share:

শাকিব আল হাসান (বাঁ দিকে) ও মাশরাফি মোর্তাজা। —ফাইল ছবি

ক্রিকেটের ময়দানে নিজেদের কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন বহুবার। ২২ গজ ছেড়ে এ বার রাজনীতির ময়দানে দুই ক্রিকেটার। বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচনে আওয়ামি লিগের প্রার্থী হচ্ছেন সাকিব আল হাসান এবং মাশরাফি মোর্তাজা। এ খবরের সত্যতা স্বীকার করেছেন দলের প্রচার সম্পাদক আমিনুল ইসলাম। সাকিব প্রার্থী হচ্ছেন মাগুরা থেকে। নড়াইলের টিকিট পাচ্ছেন মাশরাফি।

Advertisement

চলতি বছরের ২৯মে বাংলাদেশের পরিকল্পনামন্ত্রী মুস্তফা কামাল আভাস দিয়েছিলেন মাশরাফি বিন মুর্তাজা ও সাকিব আল হাসানের প্রার্থী হওয়ার বিষয়ে। সেই আভাসই সত্যি হল। আওয়ামি লিগের উপ প্রচার সম্পাদক আমিনুল ইসলাম এই তথ্য নিশ্চিত করে বলেন, ‘‘ওই দুই ক্রিকেট তারকা সোমবার আওয়ামি লিগ অফিস থেকে প্রার্থীপদের জন্য ফর্ম তুলবেন। মাশরাফি আর সাকিবের রাজনীতিতে আসার বিষয়টি ইতিবাচক হিসাবেই দেখছে দল।’’

আগামী ২৩ ডিসেম্বর বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচন। সেই ভোটে মাগুরা-১ আসনে আওয়ামি লিগের মনোনয়ন চাইবেন সাকিব। সোমবার তাঁর দলীয় মনোনয়নপত্র নেওয়ার কথা। বিভিন্ন সংবাদমাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের টেস্ট ও টি টোয়েন্টি অধিনায়ক সাকিব আল হাসান নিজেই। ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তাজার তরফেও খবরের সত্যতা স্বীকার করা হয়েছে। আওয়ামি লিগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সাংবাদিকদের বলেছেন, ‘‘সাকিব-মাশরাফি দু’জনই সোমবার মনোনয়নপত্র সংগ্রহ করবেন।’’

Advertisement

আরও পডু়ন: কমোডে বসতেই খুবলে ধরল যৌনাঙ্গ! কী ছিল ভিতরে?

বেশ কয়েক বছর বিশ্বের সেরা অল রাউন্ডারের খেতাব ধরে রেখেছিলেন বাঁ-হাতি ব্যাটসম্যান ও স্লো আর্ম অর্থডক্স বোলার সাকিব। জন্ম ১৯৮৭ সালের ২৪ মার্চে মাগুরায়। ছোট বেলা থেকেই খেলা পাগল সাকিব প্রতিভার স্বাক্ষর রাখেন মাত্র ১৫ বছর বয়সেই, সুযোগ পান অনূর্ধ ১৯ দলে। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীর আন্তর্জাতিক ক্রিকেট জীবনের শুরু ২০০৬ সালে। তার বর্ণ্যাঢ্য ক্রিকেটীয় জীবনের সেরা স্বীকৃতি বলা চলে ২০১৫ সালে ক্রিকেটের তিন ফরম্যাটেই বিশ্বসেরা অলরাউন্ডার হওয়া। মাঠে ও মাঠের বাইরে তাঁর পেশাদারিত্ব তাকে নিয়ে গিয়েছে এক ভিন্ন উচ্চতায়।

আরও পডু়ন: দেশের খরচেই বিদেশে বেড়ানো! এই শীতে ভিসা ছাড়াই ঘোরা যাবে তাইল্যান্ডে​

অন্যদিকে,বাংলাদেশে ক্রিকেটে দলনেতা হিসেবে মাঠে ও মাঠের বাইরে মাশরাফি বিন মর্তুজার গ্রহণযোগ্যতা প্রশ্নাতীত। জন্ম ১৯৮৩ সালের ৫ অক্টোবর, নড়াইলে। ক্রিকেটে রাইট আর্ম ফাস্ট মিডিয়াম বোলারের পরিচিতি নড়াইল এক্সপ্রেস নামে। ২০০১-এ জিম্বাবোয়ের বিপক্ষে টেস্ট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের পথ চলা শুরু মাশরাফির। দৃঢ়তার প্রমাণ মেলে আহত অবস্থাতেও বার বার ঘুরে দাঁড়ানোর কাহিনি। চিকিৎসকদেরআশঙ্কাকে উড়িয়ে দিয়ে বার বার তিনি ফিরেছেন ২২ গজে।

মাশরাফি গত কয়েক বছরে নিজের এলাকায় করছেন জনকল্যাণমূলক বিভিন্ন কাজ। গড়ে তুলেছেন ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’। দেশের সেরা এই দুই ক্রিকেটারের রাজনীতিতে আসার খবরে ক্রিকেট অঙ্গনে শুরু হয়েছে গুঞ্জন। ২২ গজের পিচের বাইরে রাজনীতির বিশাল ময়দানে তাঁরা এখন কেমন খেলেন, তা দেখতে মুখিয়ে আছেন ভক্ত-অনুরাগীরা।

সব গুরুত্বপূর্ণআন্তর্জাতিক খবরজানতে চোখ রাখুন আমাদের আন্তর্জাতিক বিভাগে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন