শরিফ-রাইস কথায় উঠল ভারত প্রসঙ্গ

বিভিন্ন বিষয়ে ভারতের সঙ্গে ‘অর্থপূর্ণ’ এবং ‘নিরপেক্ষ’ আলোচনা চায় পাকিস্তান, রবিবার পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এ কথা বললেন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুসান রাইসকে।

Advertisement

সংবাদ সংস্থা

ইসলামাবাদ শেষ আপডেট: ৩১ অগস্ট ২০১৫ ০১:৩০
Share:

বিভিন্ন বিষয়ে ভারতের সঙ্গে ‘অর্থপূর্ণ’ এবং ‘নিরপেক্ষ’ আলোচনা চায় পাকিস্তান, রবিবার পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ এ কথা বললেন আমেরিকার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা সুসান রাইসকে।

Advertisement

এক দিনের সফরে রাইস এসেছেন ইসলামাবাদে। এ দিনের বৈঠকে দেশের অভ্যন্তরীণ নানা বিষয়— প্রতিরক্ষা, অর্থনীতি এবং সন্ত্রাসবাদের বিরোধিতা নিয়ে রাইসের সঙ্গে শরিফ আলোচনা করেন বলে খবর। উঠে আসে প্রতিবেশী দেশগুলির সঙ্গে সম্পর্কের প্রসঙ্গও। এ ছাড়া, অক্টোবরে শরিফের মার্কিন সফর সংক্রান্ত বিষয়েও কথা হয় এই বৈঠকে।

স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে বলা হয়েছে, ভারত-পাক সম্পর্কের চাপানউতোর নিয়ে চিন্তিত রাইস জরুরি ভিত্তিতে পাকিস্তানে এসে এই বৈঠক করেন। যদিও হোয়াইট হাউস সূত্রে এ কথা অস্বীকার করে বলা হয়েছে, এটি একটি পূর্বনির্ধারিত বৈঠক। ভারত-পাক সীমান্তে অশান্তির সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।

Advertisement

রবিবারের বৈঠক প্রসঙ্গে নওয়াজ শরিফ বলেছেন, অক্টোবরের সফরে আমেরিকার সঙ্গে সম্পর্কের উন্নতিতে সহায়তা করবে বলে আশাবাদী তিনি। দুই দেশের সম্পর্ক মজবুত হলে লাভবান হবে গোটা বিশ্ব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন