শেরিন খুনে অভিযুক্ত বাবা

৩ বছরের শিশুকন্যার দেহের ময়নাতদন্তে ‘প্রাণঘাতী হিংসা’র প্রমাণ পাওয়ায় এই সিদ্ধান্ত। রিপোর্টে দাবি, ভারী অস্ত্র দিয়ে আঘাত করায় শেরিনের মৃত্যু হয়।

Advertisement

সংবাদ সংস্থা

হিউস্টন শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০১৮ ০৩:০২
Share:

শেরিন ম্যাথিউসের পালক বাবা ওয়েসলি ম্যাথিউস। এপি-র তোলা ফাইল চিত্র।

শেরিন ম্যাথিউসের রহস্যজনক মৃত্যুর ঘটনায় পালক বাবা ওয়েসলি ম্যাথিউসের বিরুদ্ধে শনিবার খুনের মামলা রুজু করল আমেরিকার ডালাস কাউন্টি আদালতের গ্র্যান্ড জুরি। দোষী প্রমাণিত হলে, ভারতীয় বংশোদ্ভূত ওয়েসলির মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে।

Advertisement

৩ বছরের শিশুকন্যার দেহের ময়নাতদন্তে ‘প্রাণঘাতী হিংসা’র প্রমাণ পাওয়ায় এই সিদ্ধান্ত। রিপোর্টে দাবি, ভারী অস্ত্র দিয়ে আঘাত করায় শেরিনের মৃত্যু হয়। ওয়েসলির বিরুদ্ধে শিশুকে অবহেলা, তাকে বিপদে ফেলা, তথ্য লোপাট প্রভৃতি একাধিক অভিযোগ আগেই রয়েছে। সে এখন ডালাসের জেলে। শেরিনের পালিকা মা ৩৫ বছরের সিনি ম্যাথিউসের কৌঁসুলিরা জানিয়েছেন, সিনি শিশুটির মৃত্যুর জন্য দায়ী নন বলে জানিয়েছে জুরি। সিনির বিরুদ্ধে শিশুকে ছেড়ে যাওয়ার অভিযোগ আনা হয়েছে। মামলার শুনানিতে বলা হয়েছিল, ম্যাথিউস দম্পতি মা-বাবা হওয়ারই যোগ্য নন। তাঁদের নিজেদের ৪ বছরের সন্তানকেই তাই আত্মীয়ের সঙ্গে থাকতে পাঠানো হয়েছে। জানুয়ারির শেষে জানা যাবে, তাঁদের শিশুপালনের অধিকার একেবারেই খারিজ করে দেওয়া হল কি না।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
আরও পড়ুন