শকিং! হাজার মাইল পেরিয়ে ধর্ষণ করতে এল যুবক!

এক নাবালিকাকে ধর্ষণ করতে হাজার মাইল পাড়ি দিয়ে এল এক যুবক। শুনতে অদ্ভুত লাগলেও অভিযোগ এমনই। নাবালিকাকে ধর্ষণের পর ফের নিজের বাড়িতে ফিরে যায় অভিযুক্ত যুবক।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৫ জুন ২০১৬ ১৭:৩০
Share:

এক নাবালিকাকে ধর্ষণ করতে হাজার মাইল পাড়ি দিয়ে এল এক যুবক। শুনতে অদ্ভুত লাগলেও অভিযোগ এমনই। নাবালিকাকে ধর্ষণের পর ফের নিজের বাড়িতে ফিরে যায় অভিযুক্ত যুবক। ইংল্যান্ডের ওয়ারউইকশায়ারের নুনিয়াটন শহরের ঘটনা।

Advertisement

ঘটনাটা ঠিক কী হয়েছিল?

একটি চ্যাটিং ওয়েবসাইটের সূত্রে ওই নাবালিকার সঙ্গে আলাপ হয় লিভারপুলের ২৬ বছরের যুবক মার্ক গ্রেনলের। দু’জনের মধ্যে ফোন নম্বরও বিনিময় হয়। কিছু দিন পর ওই নাবালিকাকে তার কিছু টপলেস ছবি পাঠানোর জন্য জোরাজোরি করেন গ্রেনেল। মেয়েটি তাঁর কথার ফাঁদে পা দেয়। সে পাঠিয়েও দেয় কিছু ছবি। এর পরই গ্রেনল মেয়েটিকে ব্ল্যাকমেল করতে থাকে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক করার জন্য। কিন্তু মেয়েটি অস্বীকার করে। তখন মেয়েটির পাঠানো টপলেস ছবি ওয়েবসাইটে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন গ্রেনল। ওই মেয়েটি পুলিশকে জানিয়েছেন, গ্রেনলের হুমকিতে ভয় পেয়ে গিয়েছিল সে। অবশেষে বাধ্য হয়ে তাঁর সঙ্গে শারীরিক সম্পর্ক করার জন্য রাজি হয় মেয়েটি। গ্রেনলকে নুনিয়াটনের একটি হোটেলে দেখা করতে বলে মেয়েটি। অভিযোগ, সেখানেই মেয়েটিকে রাতভর ধর্ষণ করে অভিযুক্ত যুবক। মেয়েটিকে গ্রেনলের পাঠানো মেসেজগুলি তার মায়ের হাতে পড়ার পরই বিষয়টি প্রকাশ্যে আসে। তার পরই মেয়েটির পরিবার গ্রেনলের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করে।

Advertisement

আরও খবর...

হাজার হাজার বাড়ির ছাদ খুলে নিয়ে জঙ্গির খোঁজে পাকিস্তানের সেনা!

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement