দেওয়ালির উৎসবে সামিল সিঙ্গাপুর মেট্রো

সিঙ্গাপুর মেট্রো তাদের ফেসবুক পেজে জানিয়েছে প্রতিবেশী ভারতের মতো আলোর উৎসবে উচ্ছ্বসিত তাঁরাও। মেট্রো কর্তৃপক্ষ এও জানিয়েছে যে, এখন থেকে গোটা অক্টোবর মাস জুড়ে দেওয়ালির সাজে সজ্জিত মেট্রো চলবে দেশের নর্থ-ইস্ট লাইন এবং ডাউনটাউন লাইনে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২১ অক্টোবর ২০১৭ ১০:৩১
Share:

রঙ্গোলির নকশায় সেজেছে মেট্রোরেক। ছবি: সংগৃহিত।

দেওয়ালির আনন্দে মেতেছে গোটা দেশ। আলোর রোশনাই আর আতসবাজির খেলায় উৎসবমুখর ভারতবাসী। এ দেশের সঙ্গে আলোর উত্সবে সামিল বিশ্বের একাধিক দেশ। নিজেদের মতো করে সেই উৎসবে সামিল এ বার সিঙ্গাপুরও। এক অভিনব উদ্যোগে দেওয়ালি উদ্‌যাপন করছে এই দেশ। সিঙ্গাপুর পরিবহন কর্তৃপক্ষের এই অসামান্য উদ্যোগে বিখ্যাত মাস র‌্যাপিড ট্রানসিট অর্থাৎ সিঙ্গাপুর মেট্রো সেজে উঠেছে দেওয়ালির সাজে। অসাধারণ আলপনা আর রঙ্গোলির রঙে সাজানো হয়েছে মেট্রো রেকগুলো।

Advertisement

আরও পড়ুন:

চিনা প্রেসিডেন্টের বিরুদ্ধে অভ্যুত্থানের চেষ্টা হয়েছে! চাঞ্চল্যকর বয়ান বেজিঙের

Advertisement

সিঙ্গাপুর মেট্রো তাদের ফেসবুক পেজে জানিয়েছে প্রতিবেশী ভারতের মতো আলোর উৎসবে উচ্ছ্বসিত তাঁরাও। মেট্রো কর্তৃপক্ষ এও জানিয়েছে যে, এখন থেকে গোটা অক্টোবর মাস জুড়ে দেওয়ালির সাজে সজ্জিত মেট্রো চলবে দেশের নর্থ-ইস্ট লাইন এবং ডাউনটাউন লাইনে।

দেওয়ালির সাজে ভারতীয় আলপনা আর নকশায় সেজেছে রেকগুলো।

মেট্রো রেকগুলো শুধু রঙ্গোলির সাজে নয়, ভারতীয় জুয়েলারী, মাটির প্রদীপ, বাহারি ফুল আর সুসজ্জিত হাতির নকশা ফুটে উঠেছে কারুকার্যে। গত ১৫ই অক্টোবর সিঙ্গাপুর সরকার দেশের নর্থ-ইস্ট লাইনের ‘লিটল ইন্ডিয়া’ স্টেশন থেকে তাদের প্রথম দেওয়ালির সাজে সজ্জিত মেট্রোযাত্রা শুরু করে। লিটল ইন্ডিয়া স্টেশনটিকেও রঙ্গোলি আর ফুলের নকশায় সাজান হয়েছে।

সিঙ্গাপুর সরকার জানিয়েছে শুধু ট্রেন পরিষেবা নয় দেশের কিছু কিছু রুটে বাস এবং বিভিন্ন রাস্তাও দেওয়ালির রঙে, আলোকমালায় সাজানো হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement