International News

রোহিঙ্গা: পাশে আছি, ঢাকাকে বার্তা দিল্লির

রোহিঙ্গা সমস্যা নিয়ে ভারত গা করেনি— এই অভিযোগে সরব হয়েছিল ঢাকা। গত বছর ভারত–বাংলাদেশ সম্পর্কে কিছুটা ছায়াপাতও করেছিল এই ‘উদাসীনতা’। কিন্তু বিষয়টিতে চিন ঢুকে পড়ার পরেই নড়ে বসেছে সাউথ ব্লক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ মে ২০১৮ ২২:৩২
Share:

ছবি: এএফপি।

রোহিঙ্গা সমস্যা নিয়ে ভারত গা করেনি— এই অভিযোগে সরব হয়েছিল ঢাকা। গত বছর ভারত–বাংলাদেশ সম্পর্কে কিছুটা ছায়াপাতও করেছিল এই ‘উদাসীনতা’। কিন্তু বিষয়টিতে চিন ঢুকে পড়ার পরেই নড়ে বসেছে সাউথ ব্লক। বিদেশ মন্ত্রক সূত্রের খবর, বাংলাদেশের কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থীদের জন্য এ বার হাসপাতাল বানিয়ে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। ঢাকা এখনও মতামত জানায়নি। সূত্রের খবর, নরেন্দ্র মোদীর সঙ্গে শেখ হাসিনার আসন্ন দ্বিপাক্ষিক বৈঠকে রোহিঙ্গা নিয়ে কথা হবে। এই সপ্তাহের শেষে মায়ানমার যাচ্ছেন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ। সেখানে রাখাইন প্রদেশে ফেরত আসা শরণার্থীদের জন্য একটি বড় আবাসন প্রকল্পের কাজও শুরু করে দিয়েছে ভারত।

Advertisement

সামনেই বর্ষা আসছে। ঝড়জল মোকাবিলার জন্য বিপুল ত্রাণসামগ্রী নিয়ে আইএনএস ঐরাবত নামের ভারতীয় জাহাজটি কাল সকালেই চট্টগ্রাম বন্দরে পৌঁছবে। এটা দ্বিতীয় দফার ভারতীয় ত্রাণ। আজই চট্টগ্রামে পৌঁছেছেন ভারতীয় হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। কাল সকাল নটায় এক অনুষ্ঠান করে বাংলাদেশ সরকারের হাতে ওই ত্রাণ সামগ্রী তুলে দেওয়া হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement