Sri Lanka

Sri Lanka: শ্রীলঙ্কায় প্রেসিডেন্টের দফতর খুলল ১০০ দিন পরে! কলম্বোয় কড়া নিরাপত্তা সেনার

গত ৯ এপ্রিল বিক্ষোভকারীরা তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের সচিবালয় অবরোধ শুরু করেন। সে সময় থেকেই সেখানে কাজ বন্ধ হয়ে গিয়েছিল।

Advertisement

সংবাদ সংস্থা

কলম্বো শেষ আপডেট: ২৫ জুলাই ২০২২ ১৯:৫৯
Share:

কড়া নিরাপত্তায় ফের কাজ শুরু শ্রীলঙ্কার প্রেসিডেন্টের দফতরে। ছবি: টুইটার থেকে নেওয়া।

রাজধানী কলম্বোর বিভিন্ন এলাকায় এখনও চলছে বিক্ষোভ। এরই মধ্যে ১০০ দিন পরে কাজ শুরু হল শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সচিবালয়ে। কড়া সেনা নিরাপত্তায় নবনির্বাচিত প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘের দফতরে কাজ শুরুর কথা সোমবার সরকারি বিবৃতিতে জানানো হয়েছে।

Advertisement

লাগামছাড়া মূল্যবৃদ্ধি এবং দেশজোড়া অর্থনৈতিক সঙ্কটের প্রতিবাদ গত মার্চ থেকে বিক্ষোভ শুরু হয়েছিল শ্রীলঙ্কার বিভিন্ন এলাকায়। গত ৯ এপ্রিল বিক্ষোভকারীরা তৎকালীন প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপক্ষের দফতর অবরোধ শুরু করেন। প্রায় একই সময় তৎকালীন প্রধানমন্ত্রী তথা গোতাবায়ার দাদা মাহিন্দা রাজাপক্ষের দফতরের সামনেও শুরু হয়েছিল বিক্ষোভ।

প্রবল জনবিক্ষোভের জেরে মে মাসের গোড়ায় আত্মগোপন করেন মাহিন্দা। তাঁর দফতর বিক্ষোভকারীদের ‘দখলে’ চলে যায়। এর পর ৯ জুলাই গোতাবায়ার দফতরে ঢুকে পড়েন এক দল আন্দোলনকারী। এর পর তাঁকেও আর প্রকাশ্যে দেখা যায়নি। গত ১৩ জুলাই তিনি দেশ ছেড়েছেন বলে সরকারি বিবৃতিতে জানানো হয়েছিল।

Advertisement

অর্থনৈতিক এবং রাজনৈতিক অস্থিরতার মধ্যে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট নির্বাচনে জিতে গত শুক্রবার দায়িত্ব নিয়েছেন রনিল। শনিবার ভারত মহাসাগরের দ্বীপরাষ্ট্রের নয়া প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দীনেশ গুণবর্ধনে। মাহিন্দার জায়গায় তদারকি প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে দফতরে কাজ শুরু করেছিলেন ইউএনপি দলের নেতা রনিল। এ বার তাঁর উদ্যোগে ১০০ দিন পরে খুলল প্রেসিডেন্টের সচিবালয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন