সৌদি আরবের মদিনায় আত্মঘাতী বিস্ফোরণ, মৃত অন্তত ৫

বাংলাদেশ, তুরস্ক এবং ইরাকে গণহত্যার রেশ কাটার আগেই এ বারে সৌদি আরবে এক সঙ্গে তিন শহরে আত্মঘাতী হামলা চালালো জঙ্গিরা। জেড্ডায় মার্কিন দূতাবাসের সামনে, কাতিফে শিয়াদের একটি ধর্মস্থানে এবং মদিনা মসজিদের কাছে নিরাপত্তা রক্ষীদের দফতরে হামলা হয়েছে বলে সরকারি সূত্রে খবর।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৪ জুলাই ২০১৬ ২৩:৩৪
Share:

বাংলাদেশ, তুরস্ক এবং ইরাকে গণহত্যার রেশ কাটার আগেই এ বারে সৌদি আরবে এক সঙ্গে তিন শহরে আত্মঘাতী হামলা চালালো জঙ্গিরা। জেড্ডায় মার্কিন দূতাবাসের সামনে, কাতিফে শিয়াদের একটি ধর্মস্থানে এবং মদিনা মসজিদের কাছে নিরাপত্তা রক্ষীদের দফতরে হামলা হয়েছে বলে সরকারি সূত্রে খবর।

Advertisement

সূত্রের খবর, কাতিফের একটি মসজিদের বাইরে পরপর দু’টি বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিস্ফোরণ হয় মদিনায় প্রফেট মহম্মদের মসজিদের কাছেও। সোমবার স্থানীয় সময় সন্ধ্যা ৭টা নাগাদ এই দুই বিস্ফোরণ ঘটে। সংবাদ সংস্থা এএফপিকে দেওয়া বয়ানে এক প্রত্যক্ষদর্শী বলেন, “নিশ্চিত ভাবেই এখানে একটি আত্মঘাতী হামলা হয়েছে। আমি ছিন্নভিন্ন দেহটি দেখতে পাচ্ছি।” বিস্ফোরণে একটি গাড়ি উড়ে গিয়েছে বলেও জানা গিয়েছে।

প্রাথমিক ভাবে জানা গিয়েছে, মদিনায় হামলায় তিন জঙ্গি এবং দু’জন নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়েছে।

Advertisement

এ দিন সকালেই জেড্ডার মার্কিন দূতাবাসের সামনে একটি আত্মঘাতী বিস্ফোরণ হয়। সেই হামলায় দুই পুলিশকর্মী আহত হয়।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন