ইস্তানবুল বিমানবন্দরে নির্বিচারে গুলি জঙ্গিদের! হত ৪১, জখম শতাধিক

আত্মঘাতী বোমা বিস্ফোরণে কেঁপে উঠল ইস্তানবুলের আতাতুর্ক বিমানবন্দর। মঙ্গলবার রাতের এই হামলায় মৃত্যু হয়েছে অন্তত ৪১ জনের। আহত শতাধিক।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৯ জুন ২০১৬ ১০:২৯
Share:

আহতদের নিয়ে যাওয়া হচ্ছে হাসপাতালে। ছবি: রয়টার্স

আত্মঘাতী বোমা বিস্ফোরণে কেঁপে উঠল ইস্তানবুলের আতাতুর্ক বিমানবন্দর। মঙ্গলবার রাতের এই হামলায় মৃত্যু হয়েছে অন্তত ৪১ জনের। আহত শতাধিক। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, ওই দিন রাত ১০টা নাগাদ তিন জন সশস্ত্র জঙ্গি হঠাৎই বিমানবন্দরের যাত্রীদের ওপর নির্বিচারে গুলি ও বোমা ছুড়তে থাকে। পাল্টা গুলি চালায় বিমানবন্দরের নিরাপত্তারক্ষীরাও। এখনও পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন এই হামলার দায় স্বীকার না করলেও প্রাথমিক ভাবে সন্দেহ তীর আইএসের দিকেই।

Advertisement

তুরস্কের আইনমন্ত্রী বেকির বোজডাগ জানান, হামলায় প্রায় ১৪৭ জন আহত হয়েছেন। তবে আহত এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সংবাদ সংস্থা সূত্রে খবর, তিন জঙ্গি ট্যাক্সিতে চেপে বিমানবন্দরে এসেছিল। বিমানবন্দরের টার্মিনালে যাত্রীদের ওপর গুলিবর্ষণ করে বিস্ফোরণে নিজেদের উড়িয়ে দেয় তারা।

Advertisement

আরও পড়ুন: ফালুজা জুড়ে আইএসের ধ্বংস আর অত্যাচারের চিহ্ন

হামলার পরে বিমানবন্দরের সবক’টি গেটই সিল করে দেওয়া হয়। তুরস্কের এক আধিকারিক জানিয়েছেন, আন্তর্জাতিক টার্মিনালের প্রবেশ পথের কাছে পুলিশকে লক্ষ্য করেও গুলি চালিয়েছিল জঙ্গিরা। তবে রক্ষীদের পাল্টা জবাবে তারা কেউই আন্তর্জাতিক টার্মিনালের ভিতরে ঢুকতে পারেনি। প্রত্যক্ষদর্শীদের কারও কারও বয়ান অনুযায়ী, জঙ্গিদের মধ্যে একজন পালিয়ে গিয়েছে। তুরস্কের প্রধানমন্ত্রী বিনালি জানিয়েছেন, তদন্ত শুরু হয়েছে। কোনও জঙ্গি লুকিয়ে রয়েছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। চলছে চিরুনি তল্লাশি।

চলতি বছরে এই নিয়ে চারটি জঙ্গি হামলার সাক্ষী থাকল তুরস্ক। বছরের প্রথম দিকে আইএস হানায় কেঁপে উঠেছিল ইস্তানবুল। দ্বিতীয় হামলাটি হয়েছিল রাজধানী আঙ্কারায়। মৃত্যু হয়েছিল ২৮ জনের। এর পর ফের আঙ্কারায় গাড়ি বিস্ফোরণ ঘটিয়েছিল জঙ্গিরা।

ভারতীয় বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, এখনও পর্যন্ত কোনও ভারতীয়ের এই বিস্ফোরণের কবলে পড়ার খবর পাওয়া যায়নি। ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র বিকাশ স্বরূপ একটি ট্যুইট করে তুরস্কের তিনটি হেল্প নম্বর জানিয়েছেন। নম্বরগুলি হল- +৯০-৫৩০-৫৬৭১০৯৫/৮২৫৮০৩৭/৪১২৩৬২৫

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন