International

পাকিস্তানের মসজিদে আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহত ১৬

আফগানিস্তান সীমান্ত লাগোয়া উত্তর-পশ্চিম পাকিস্তানের একটি মসজিদে আত্মঘাতী বোমা বিস্ফোরণে প্রাণ হারালেন অন্তত ১৬ জন। গুরুতর জখম হয়েছেন ২৪ জন। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করানো হয়েছে হাসপাতালে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ১৬ সেপ্টেম্বর ২০১৬ ১৮:০০
Share:

আত্মঘাতী বোমা বিস্ফোরণের পর পাকিস্তানের সেই মসজিদ-চত্বর।

আফগানিস্তান সীমান্ত লাগোয়া উত্তর-পশ্চিম পাকিস্তানের একটি মসজিদে আত্মঘাতী বোমা বিস্ফোরণে প্রাণ হারালেন অন্তত ১৬ জন। গুরুতর জখম হয়েছেন ২৪ জন। তাঁদের আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করানো হয়েছে হাসপাতালে।

Advertisement

পুলিশ জানাচ্ছে, শুক্রবার নমাজ পরার সময় যখন ওই বিস্ফোরণের ঘটনাটি ঘটে, তখন ওই মসজিদটি ছিল ভিড়ে ঠাসা। তারই মধ্যে থেকে হঠাৎই এক জন ‘আল্লা হো আকবর’ বলে চেঁচিয়ে উঠে ওই বিস্ফোরণ ঘটায়। মসজিদটি যে এলাকায়, উত্তর-পশ্চিম পাকিস্তানের সেই মহমন্দ আসলে একটি উপজাতি-অধ্যুষিত অঞ্চল। দুর্গম পাহাড়ি এলাকা বলে আফগানিস্তান সীমান্ত-লাগোয়া অঞ্চলটি বহু দিন ধরেই দীর্ণ আল-কায়েদা, তালিবান ও বিভিন্ন ইসলামি জঙ্গি সংগঠনের সন্ত্রাসে।

আরও পড়ুন- আইএস-এর যৌনদাসী থেকে আজ ইনি রাষ্ট্রপুঞ্জের ‘গুডউইল অ্যাম্বাসাডর’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন