ধেয়ে আসছে টাইফুন রাগাসা। ছবি: সংগৃহীত।
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড় ফিলিপিন্সে! প্রবল শক্তি নিয়ে উত্তর ফিলিপিন্সের পানুইটান দ্বীপে আছড়ে পড়ল বিধ্বংসী টাইফুন ‘রাগাসা’। সঙ্গে শুরু হল মুষলধারে বৃষ্টি। সতর্কতা জারি হল পার্শ্ববর্তী হংকং, তাইওয়ান এবং চিনেও।
ফিলিপিন্সের আবহাওয়া সংস্থা সূত্রে জানা গিয়েছে, সোমবার উত্তর কাগায়ান প্রদেশের অন্তর্গত পানুইটান দ্বীপে আছড়ে পড়েছে রাগাসা। মঙ্গলবার সন্ধ্যার মধ্যে ফিলিপিন্সের বাতানেস ও বাবুয়ান দ্বীপপুঞ্জেও আছড়ে পড়তে পারে টাইফুনটি। ফিলিপিন্সে এই ঝড়ের নাম দেওয়া হয়েছে ‘নান্দো’। ল্যান্ডফলের সময় এর গতিবেগ ছিল ঘণ্টায় ২৬৭ কিলোমিটার (১৬৫ মাইল প্রতি ঘণ্টা), যা শক্তির নিরিখে একটি ক্যাটাগরি-৫ হ্যারিকেন ঝড়ের সমতুল্য। ফিলিপিন্স থেকে ঝড়টি ক্রমশ হংকং, ম্যাকাও এবং চিনের গুয়াংদং প্রদেশের দিকে এগোবে। রাগাসা-র তাণ্ডবে লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যে টাইফুনের সম্ভাব্য গতিপথে বসবাসকারী হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে।
এই মুহূর্তে রাগাসা-র অবস্থান হংকং থেকে ১,০০০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে। ঘণ্টায় প্রায় ২৩ কিলোমিটার (১৪ মাইল) বেগে পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে সেটি। এখনও ঝড়টি সরাসরি ফিলিপিন্সের মূল ভূখণ্ডে না ঢুকলেও ইতিমধ্যেই মুষলধারে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে ফিলিপিন্সের বেশির ভাগ এলাকায়। সঙ্গে ঘণ্টায় ৩১৫ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইছে। উত্তর লুজ়নে বন্যা এবং ভূমিধসের সতর্কতা জারি করা হয়েছে। প্রবল বৃষ্টির সতর্কতা জারি হয়েছে ফিলিপিন্সের রাজধানী ম্যানিলাতেও। কোথাও কোথাও মোট বৃষ্টিপাতের পরিমাণ ৪০০ মিলিমিটার ছাড়িয়ে যেতে পারে। আবহাওয়া দফতর আরও জানিয়েছে, রাগাসা-র তাণ্ডবে সমুদ্র উত্তাল থাকবে। ১০ ফুটেরও বেশি উচ্চতার বিশাল ঢেউ ধেয়ে আসতে পারে বাতানেস এবং বাবুইয়ান দ্বীপপুঞ্জের দিকে। তাইওয়ান, দক্ষিণ চিন এবং ভিয়েতনামের উপকূলীয় অঞ্চলগুলিতেও জারি হয়েছে সতর্কতা।