Sydney

আশি বছরের রেকর্ড, গরমে হাঁসফাঁস অবস্থা সিডনির

বছরের এই সময় গরম একটু বেশিই পড়ে অস্ট্রেলিয়ায়। কিন্তু, এ বার যেন বিগত কয়েক দশকের সব হিসাব ভেঙে গিয়েছে।

Advertisement

স‌ংবাদ সংস্থা

সিডনি শেষ আপডেট: ০৮ জানুয়ারি ২০১৮ ১৯:০৫
Share:

প্রতীকী ছবি।

তাপমাত্রা ৪৭.৩ ডিগ্রি সেলসিয়াস। মারাত্মক গরমে হাঁসফাঁস অবস্থা। যা স্বাভাবিকের থেকে প্রায় আট ডিগ্রি বেশি।

Advertisement

ভারতের রাজস্থান বা আরব দুনিয়ার কোনও শহরের তাপমাত্রা এটা নয়। এমন ছবি অস্ট্রেলিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ শহর সিডনির। শহরের পশ্চিম প্রান্তের অবস্থা আরও ভয়াবহ।

বছরের এই সময় গরম একটু বেশিই পড়ে অস্ট্রেলিয়ায়। কিন্তু, এ বার যেন বিগত কয়েক দশকের সব হিসাব ভেঙে গিয়েছে। গত কাল, রবিবার আশি বছরের মধ্যে উষ্ণতম দিন কাটিয়েছে সিডনি। অস্ট্রেলিয়ার অন্য শহরগুলির ছবিটাও অনেকটা একই রকম।

Advertisement

তবে, এখনই গরম কমার বিষয়ে তেমন কোনও আশার কথা শোনাতে পারেনি হাওয়া অফিস। আগামী কিছু দিন গরম এমনই থাকবে বলে জানানো হয়েছে। পাশাপাশি, আগামী কয়েক সপ্তাহের মধ্যে বৃষ্টির সম্ভাবনা নেই বলেও জানিয়েছে আবহাওয়া দফতর।

হিসাব বলছে, শেষ বার তাপমাত্রা ৪৭-এর কোটায় ঢুকেছিল ১৯৩৯ সালে। সে বার তাপমাত্রা পৌঁছেছিল ৪৭. ৮ ডিগ্রিতে। আবহাওয়া দফতর সূত্রে খবর, ২০১৬ সালের ডিসেম্বর এবং ২০১৭ সালের ফেব্রুয়ারি মাসেও তাপমাত্রা ৪৫ ডিগ্রির কাছাকাছি পৌঁছেছিল। কিন্তু, স্বাভাবিক ভাবে বছরের এই সময়টা তাপমাত্রা থাকে ৩৬ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মতো।

আরও পড়ুন: হাড়কাঁপানো ঠান্ডায় অস্থায়ী শিবিরে ভিড় গৃহহীনদের

প্রবল গরমের কারণে ইতিমধ্যেই নাভিশ্বাস উঠেছে সাধারণ মানুষের। গৃহহীনদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য সরকারের তরফে পদক্ষেপ করা হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন