মনসুর নিহতই

খবরটা প্রকাশ্যে এসেছিল এক দিন আগেই। সোমবার তাতেই সিলমোহর দিলেন বারাক ওবামা। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম পাকিস্তানে মার্কিন ড্রোন হানায় মৃত্যু হয়েছে তালিবানের শীর্ষ নেতা মোল্লা আখতার মনসুরের। এই খবরের সত্যতা স্বীকার করেছে আফগান তালিবানও। সংবাদ সংস্থা এএফপি-কে তারা জানিয়েছে, যত দ্রুত সম্ভব বৈঠক ডেকে নতুন নেতা খোঁজা হবে।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৪ মে ২০১৬ ০৩:২৮
Share:

খবরটা প্রকাশ্যে এসেছিল এক দিন আগেই। সোমবার তাতেই সিলমোহর দিলেন বারাক ওবামা। মার্কিন প্রেসিডেন্ট জানিয়েছেন, দক্ষিণ-পশ্চিম পাকিস্তানে মার্কিন ড্রোন হানায় মৃত্যু হয়েছে তালিবানের শীর্ষ নেতা মোল্লা আখতার মনসুরের। এই খবরের সত্যতা স্বীকার করেছে আফগান তালিবানও। সংবাদ সংস্থা এএফপি-কে তারা জানিয়েছে, যত দ্রুত সম্ভব বৈঠক ডেকে নতুন নেতা খোঁজা হবে। পাকিস্তানের মাটিতে এই ঘটনা একেবারেই ভাল চোখে দেখছে না ইসলামাবাদ। পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ জানিয়েছেন, এই ঘটনা পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement