নতুন প্রধান বেছে নিল তালিবান, আফগানিস্তানে আরও বড় হামলার ডাক

নতুন নেতা বেছে নিল তালিবান। মার্কিন ড্রোন হামলায় সংগঠনের প্রধান মোল্লা আখতার মনসুর নিহত হওয়ার চার দিনের মধ্যেই নতুন নেতা বেছে নেওয়া হল। মোল্লা হইবতুল্লা আখুন্দজাদা নামে এই নতুন তালিবান প্রধান ধর্মীয় পণ্ডিত হিসেবে তালিবানদের মধ্যে তথা আফগানিস্তানে বেশ পরিচিত নাম।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৫ মে ২০১৬ ১৫:৩০
Share:

মোল্লা হইবতুল্লা আখুন্দজাদা।

নতুন নেতা বেছে নিল তালিবান। মার্কিন ড্রোন হামলায় সংগঠনের প্রধান মোল্লা আখতার মনসুর নিহত হওয়ার চার দিনের মধ্যেই নতুন নেতা বেছে নেওয়া হল। মোল্লা হইবতুল্লা আখুন্দজাদা নামে এই নতুন তালিবান প্রধান ধর্মীয় পণ্ডিত হিসেবে তালিবানদের মধ্যে তথা আফগানিস্তানে বেশ পরিচিত নাম।

Advertisement

তালিবানদের পুরনো নেতা মোল্লা আখতার মনসুরের মৃত্যু হয়েছে শনিবার। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা রবিবার সে কথা ঘোষণা করেন। তার আগে পর্যন্ত খবর চেপে রেখেছিল তালিবানরা। নতুন নেতা বেছে নেওয়ার পর তালিবানরা আনুষ্ঠানিক ভাবে মোল্লা আখতার মনসুরের মৃত্যুর খবর স্বীকার করল। তালিবানদের তরফে জানানো হয়েছে, তালিবানদের সর্বোচ্চ পরিষদ ‘শুরা’র সদস্যরা সর্বসম্মতিক্রমে মোল্লা হইবতুল্লা আখুন্দজাদাকে নতুন প্রধান হিসেবে মেনে নিয়েছেন। এত দিন পর্যন্ত হইবতুল্লা ছিলেন মনসুরের ডেপুটি।

পাকিস্তানের কোয়েটা শহরে গত কয়েক দিন ধরে তালিবান শীর্ষ নেতৃত্ব একের পর এক বৈঠকে বসছিলেন বলে খবর পাওয়া গিয়েছে। নতুন নেতৃত্বের বিষয়ে একমত হওয়ার পর শুরার অধিবেশন ডাকা হয়। সেখানেই মোল্লা হইবতুল্লাকে নতুন প্রধান হিসেবে বেছে নেওয়া হয়।

Advertisement

আরও পড়ুন:

নজরে চিন, ভিয়েতনামের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলেন ওবামা

কয়েক দিন আগে মৃত তালিবান প্রধান মোল্লা আখতার মনসুরকে নিয়ে তালিবানদের মধ্যে অসন্তোষ ছিল। গোষ্ঠী রাজনীতি থেকে উঠে আসা মনসুরকে তালিবানদের অনেকগুলি গোষ্ঠীই পছন্দ করত না। মনসুর ক্ষমতা পেয়েই বিরোধী গোষ্ঠীগুলিকে খতম করার চেষ্টাও শুরু করেছিলেন। কিন্তু হইবতুল্লাকে প্রধান হিসেবে মানতে কোনও গোষ্ঠীরই আপত্তি নেই। অত্যন্ত কট্টরবাদী হলেও ধর্মীয় পণ্ডিত হিসেবে তাঁর খ্যাতি রয়েছে। তিনি এক সময় তালিবানদের প্রধান বিচারপতিও ছিলেন। আফগানিস্তানের দক্ষিনাংশের কন্দহরে হইবতুল্লার আদি বাড়ি। তালিবানদের মধ্যে সবচেয়ে শক্তিশালী ওই দক্ষিণ আফগানিস্তানের কম্যান্ডাররাই। তাঁরা হইবতুল্লাকে খুব সহজেই প্রধান হিসেবে মেনে নিয়েছেন বলে খবর। নিজেদের বিবাদ মিটিয়ে এ বার আফগানিস্তানে আরও বড় হামলার প্রস্তুতি শুরু হয়েছে তালিবান শিবিরে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন