যুদ্ধে বিধ্বস্ত গাজ়া ভূখণ্ড। —ফাইল চিত্র।
গাজ়ায় আরও বেশি করে সামরিক অভিযান শুরু করেছে ইজ়রায়েলি বাহিনী। শনিবার রাত থেকে আকাশপথে ইজ়রায়েলি হানায় শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। এরই মধ্যে ইজ়রায়েল এবং আরবের সংবাদমাধ্যমগুলি দাবি করছে, সামরিক হানায় হামাসের শীর্ষ নেতা মহম্মদ সিনওয়ারের মৃত্যু হয়ে থাকতে পারে! যদিও সরকারি ভাবে কোনও পক্ষই এখনও পর্যন্ত কিছু ঘোষণা করেনি। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, সিনওয়ারের মৃত্যু হামাস স্বীকারও করেনি। আবার অস্বীকারও করেনি। ইজ়রায়েলি প্রতিরক্ষা মন্ত্রকের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনও তাৎক্ষণিক প্রতিক্রিয়া মেলেনি।
সিনওয়ার প্যালেস্টাইনপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাসের প্রাক্তন প্রধান ইয়াহিয়া সিনওয়ারের ছোট ভাই। ইয়াহিয়ার মৃত্যুর পরে ইজ়রায়েলের বিদেশমন্ত্রী ইজ়রায়েল কাট্জ় নিজেই ঘোষণা করেছিলেন, গাজ়ায় ইজ়রায়েলি বাহিনীর সেই সাফল্যের কথা। তবে এ ক্ষেত্রে এখনও পর্যন্ত কোনও মন্তব্য করেননি তিনি। সিনওয়ারের মৃত্যু ঘিরে গুঞ্জনের মাঝে ইজ়রায়েল এবং হামাস গোষ্ঠীর মধ্যে শান্তি আলোচনা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। গত শনিবার থেকেই কাতারের রাজধানী দোহায় দু’পক্ষের মধ্যে যুদ্ধবিরতি নিয়ে আলোচনা শুরু হয়েছে। তবে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, সিনওয়ারের মৃত্যু ঘিরে গুঞ্জন দু’পক্ষের শান্তি বৈঠককে আরও জটিল করে তুলতে পারে।
রয়টার্স অনুসারে এর আগে প্রাক্তন হামাস প্রধানের অপর ভাই জ়াকারিয়া আল-সিনওয়ারের মৃত্যুর খবর ছড়িয়েছিল। পরে জানা যায়, তিনি গুরুতর জখম অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন। প্রাথমিক ভাবে মৃত বলে ধরে নিয়ে জ়াকারিয়া এবং তাঁর তিন সন্তানকে গাজ়ার হাসপাতালের মর্গে নিয়ে রেখে দেওয়া হয়েছিল। কিন্তু পরে চিকিৎসকেরা বুঝতে পারেন জ়াকারিয়া জীবিত এবং তখনও নিঃশ্বাস নিচ্ছিলেন।
বস্তুত, হামাস নেতা ইয়াহিয়ার মৃত্যুর পরে গাজ়া ভূখণ্ডে হামাস গোষ্ঠীর অন্যতম প্রথম সারির নেতা হয়ে ওঠেন তাঁর ছোট ভাই। তবে তাঁর মৃত্যু ঘিরে গুঞ্জন ছড়ানোর পরে হামাস বা ইজ়রায়েল কোনও পক্ষই সরকারি ভাবে কোনও ঘোষণা না-করায় ধোঁয়াশা আরও বৃদ্ধি পেয়েছে। সংবাদমাধ্যম ‘ওয়াল স্ট্রিট জার্নাল’-এর প্রতিবেদন অনুসারে, ইজ়রায়েলি পার্লামেন্টের সদস্যদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠকে প্রাক্তন হামাস প্রধানের ছোট ভাইয়ের মৃত্যুর কথা জানিয়েছেন ইজ়রায়েলের প্রতিরক্ষামন্ত্রী কাট্জ়। গাজ়ার খান ইউনিস শহরে এক অভিযানে সিনওয়ারের মৃত্যু হয়েছে বলে দাবি করা হচ্ছে ওই প্রতিবেদনে।