ফিলিপিন্সে পিছু হটছে জঙ্গিরা

সম্প্রতি দক্ষিণ ফিলিপিন্সের এই শহরটি নিজেদের দখলে নিয়ে তাণ্ডব চালাচ্ছিল ইসলামি জঙ্গিরা। এরই মধ্যে মাওতে নামে এক স্থানীয় জঙ্গিগোষ্ঠী আইএসের প্রতি অনুগত্য ঘোষণা করায় চিন্তা বেড়ে গিয়েছে প্রেসিডেন্ট রডরিগো দুতের্তের।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ০৯ জুন ২০১৭ ০২:১৬
Share:

মারাউই শহরে এখন ইসলামি জঙ্গিরা অনেকটাই ব্যাকফুটে বলে বৃহস্পতিবার জানাল ফিলিপিন্সের সশস্ত্র বাহিনীর প্রধান এডুয়ার্ডো অ্যানো।

Advertisement

সম্প্রতি দক্ষিণ ফিলিপিন্সের এই শহরটি নিজেদের দখলে নিয়ে তাণ্ডব চালাচ্ছিল ইসলামি জঙ্গিরা। এরই মধ্যে মাওতে নামে এক স্থানীয় জঙ্গিগোষ্ঠী আইএসের প্রতি অনুগত্য ঘোষণা করায় চিন্তা বেড়ে গিয়েছে প্রেসিডেন্ট রডরিগো দুতের্তের। ইরাক ও সিরিয়ায় কোণঠাসা হওয়ায় সম্প্রতি এই শহরেই আইএস শক্ত ঘাঁটি গড়ার চেষ্টা করছে বলে মনে করছে প্রশাসন। মারাউইকে জঙ্গিমুক্ত করতে অভিযানে নামে সেনাবাহিনী। জঙ্গি-সেনা সংঘর্ষে খতম ১৪০ জন জঙ্গি। হত ৪০ জন সেনা। সংঘর্ষের বলি হয়েছেন প্রায় ২০ জন স্থানীয়।

এডুয়ার্ডো আজ বলেন, ‘‘জঙ্গিদের প্রতিরোধ কমে আসছে। সংঘর্ষের সময় অনেকেই ভয়ে পালিয়ে যাচ্ছে। আর কয়েক দিনের মধ্যে সব মিটে যাবে।’’ মারাউইয়ে রেডিও-র মাধ্যমে সাক্ষাৎকার দিতে গিয়ে সেনাবাহিনীর মুখপাত্র জানান, জমি হারাচ্ছে বুঝতে পেরে আত্মসমর্পণ করেছে ৯ জঙ্গি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement