US journalist

সাংবাদিকের গ্রেফতারিতে প্রতিবাদে আমেরিকা

হোয়াইট হাউস কড়া ভাষায় এই গ্রেফতারির নিন্দা জানিয়েছে। এমনকি ইভানের গ্রেফতারির বিরুদ্ধে একসুরে সরব হয়েছে ডেমোক্র্যাট ও রিপাবলিকানরাও।

Advertisement

সংবাদ সংস্থা

নিউ ইয়র্ক শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০২৩ ০৮:২৯
Share:

রাশিয়ায় গ্রেফতার করা হয়েছিল আমেরিকান সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের মস্কোর প্রতিনিধি ইভান গার্শকোভিচকে। প্রতীকী ছবি।

গুপ্তচরবৃত্তির অভিযোগে রাশিয়ায় গ্রেফতার করা হয়েছিল আমেরিকান সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের মস্কোর প্রতিনিধি ইভান গার্শকোভিচকে। এ বার ওই সংবাদমাধ্যমের তরফে দাবি করা হয়েছে, ইভানের বিরুদ্ধে যে সব অভিযোগ আনা হয়েছে, তা মিথ্যা, ভিত্তিহীন। সংবাদমাধ্যমটি জানিয়েছে, শুরু থেকেই তারা বলে আসছে, ইভানের বিরুদ্ধে অযৌক্তিক, মিথ্যা অভিযোগ আনা হয়েছে।

Advertisement

হোয়াইট হাউস কড়া ভাষায় এই গ্রেফতারির নিন্দা জানিয়েছে। এমনকি ইভানের গ্রেফতারির বিরুদ্ধে একসুরে সরব হয়েছে ডেমোক্র্যাট ও রিপাবলিকানরাও। যদিও ইভানের গ্রেফতারির পরেই ক্রেমলিনের তরফে দাবি করা হয়, ওই সাংবাদিককে হাতেনাতে ধরা হয়েছে। আমেরিকার আধিকারিকেরা জানিয়েছেন, ইভানের সঙ্গে যোগাযোগের দাবি তাঁরা জানিয়েছেন রুশ কর্তৃপক্ষের কাছে। কিন্তু এখনও সেই সুযোগ মেলেনি। আইনজীবী ইভানের সঙ্গে সরাসরি যোগাযোগ করতে পারছেন।

ওয়াল স্ট্রিট জার্নাল এক বিবৃতিতে জানিয়েছে, “সাংবাদিকতা অপরাধ নয়। আমরা চাই এই মিথ্যা অভিযোগ তুলে নিয়ে অবিলম্বে মুক্তি দেওয়া হোক ইভানকে।” ইভানের বিরুদ্ধে অভিযোগ, রাশিয়ায় গোপন তথ্য হস্তগত করার চেষ্টা করছিলেন তিনি। আমেরিকার হয়েই এই গুপ্তচরবৃত্তি করতেন তিনি, দাবি রুশ গোয়েন্দাদের। সংবাদ সংস্থা

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন