ঘণ্টায় দেড় হাজার কিলোমিটারের বেশি দৌড়বে এই গাড়ি

বিশ্বের সবচেয়ে দ্রুততম ট্রেন সাংহাই ম্যাগলেভ। যার গতি ঘণ্টায় গড়ে ৪৩০ কিলোমিটার। বোয়িং বিমানের গতি ঘণ্টায় গড়ে ৯০০ কিলোমিটার। কিন্তু, এ সবকে ছাপিয়ে বাজারে আসছে ‘ব্লাডহাউন্ড’। এই গাড়ি ঘণ্টায় ১ হাজার ৬০৯ কিলোমিটার গতিবেগে চলবে!

Advertisement
শেষ আপডেট: ০১ নভেম্বর ২০১৭ ১৬:৩৪
Share:
০১ ০৬

শব্দের গতিবেগ ঘণ্টায় ১২৩৫ কিলোমিটার। তার থেকে প্রায় সাড়ে তিনশো কিলোমিটার বেশি গতিবেগে ব্লাডহাউন্ড ছুটবে।

০২ ০৬

গাড়িটির ওজন প্রায় সাড়ে ৭ টন এবং এর ইঞ্জিনের ক্ষমতা ১ হাজার ৩৫ হাজার বিএইচপি।

Advertisement
০৩ ০৬

ব্লাডহাউন্ডে ইউরো ফাইটার জেট বিমানের ইঞ্জিন ব্যবহার করা হয়েছে।

০৪ ০৬

ইংল্যান্ডের কর্নওয়াল নিউকোয়ে এয়ারপোর্টে রানওয়েতে গত সোমবার ব্লাডহাউন্ডের প্রথম পরীক্ষামূলক টেস্ট ড্রাইভ হয়। সেখানে গাড়িটি ঘণ্টায় ৪০২ কিলোমিটার বেগে ছুটেছে।

০৫ ০৬

বিমানের ককপিটের মতোই গাড়িটির ইন্টেরিয়র ডেকরেশন।

০৬ ০৬

২০১৮ সালে দক্ষিণ আফ্রিকার হ্যাক্সকিন শহরে ব্লাডহাউন্ডের টেস্ট ড্রাইভ হবে। সেখানেই ঘণ্টায় ১ হাজার ৬০৯ কিলোমিটার গতিবেগে চলবে ব্লাডহাউন্ড। তৈরি করবে বিশ্ব রেকর্ডও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
Advertisement
আরও গ্যালারি
Advertisement