নিষেধাজ্ঞার জালে ‘উইনি দ্য পু’ চিনে

ব্রিটিশ লেখক এ এ মিলের সৃষ্টি করা অন্যতম চরিত্র ‘উইনি দ্য পু’ বা পু ভালুক। সারা ক্ষণ মধুর খোঁজ করতে থাকা লাল জামা পরা ভালুকটি খুব চালাকচতুর না হলেও ছোটদের কাছে সে খুব আদরের। কিন্তু চিনা প্রেসিডেন্টের মন গলাতে পারেনি পু।

Advertisement

সংবাদ সংস্থা

বেজিং শেষ আপডেট: ২৩ জুলাই ২০১৭ ০৩:৪৭
Share:

চিনা প্রেসিডেন্টের মন গলাতে পারেনি ‘উইনি দ্য পু’।

এক দিকে এক কাল্পনিক চরিত্র। অন্য দিকে এক রাষ্ট্রপ্রধান। ছোটদের প্রিয় ভালুক ‘উইনি দ্য পু’ বনাম চিনের প্রেসিডেন্ট শি চিনফিংয়ের এ লড়াইয়ে আপাতত এগিয়ে দ্বিতীয় জনই। এবং তাঁর নির্দেশেই চিনের বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপাতত নিষিদ্ধ পু।

Advertisement

ব্রিটিশ লেখক এ এ মিলের সৃষ্টি করা অন্যতম চরিত্র ‘উইনি দ্য পু’ বা পু ভালুক। সারা ক্ষণ মধুর খোঁজ করতে থাকা লাল জামা পরা ভালুকটি খুব চালাকচতুর না হলেও ছোটদের কাছে সে খুব আদরের। কিন্তু চিনা প্রেসিডেন্টের মন গলাতে পারেনি পু।

২০১৩ সালে সোশ্যাল মিডিয়ায় শি চিনফিংয়ের ছবির সঙ্গে পুয়ের ছবি মিলিয়ে প্রথম পোস্টটি প্রকাশিত হয়। ছবিতে দেখা যায়, তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে হাঁটছেন শি। তার পাশেই জুড়ে দেওয়া অন্য একটি ছবি। তাতে গল্পের আর এক চরিত্র ও পরম বন্ধু টাইগারের সঙ্গে হাঁটছে পু। দু’টি ছবি এতটাই খাপ খেয়ে যায় যে, নিমেষে তা ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। এর পরেই শি এবং পু-কে নিয়ে বেরোতে থাকে একের পর এক মজাদার পোস্ট। পু-কে চিনা সোশ্যাল মিডিয়া থেকে নিষিদ্ধ করে প্রশাসন।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন