শেষযাত্রায় পাক ‘মাদার’

৫৬ বছর ধরে সে দেশের কুষ্ঠরোগীদের জন্য অক্লান্ত ভাবে কাজ করে চলেছে তাঁর স্বেচ্ছাসেবী সংস্থা। পাকিস্তানের মানুষের কাছে তিনি ছিলেন সাক্ষাৎ ‘মাদার টেরিজা’।

Advertisement

সংবাদ সংস্থা

ইসলামাবাদ শেষ আপডেট: ২০ অগস্ট ২০১৭ ০২:০৪
Share:

রুথ ফাউ

প্রায় পাঁচ যুগ ধরে পাকিস্তানই ছিল তাঁর ঘরবাড়ি। ৫৬ বছর ধরে সে দেশের কুষ্ঠরোগীদের জন্য অক্লান্ত ভাবে কাজ করে চলেছে তাঁর স্বেচ্ছাসেবী সংস্থা। পাকিস্তানের মানুষের কাছে তিনি ছিলেন সাক্ষাৎ ‘মাদার টেরিজা’। গত সপ্তাহে ৮৭ বছর বয়সে মৃত্যু হয়েছে সেই জার্মান ক্যাথলিক সন্ন্যাসিনী রুথ ফাউয়ের। আজ করাচিতে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য সম্পন্ন হয় রুথের।

Advertisement

১৯৬০ সালে জার্মানি থেকে পাকিস্তানে এসেছিলেন রুথ। কুষ্ঠ রোগীদের দুর্দশা দেখে আর দেশে ফেরা হয়নি তাঁর। আজ রুথের শেষযাত্রায় উপস্থিত ছিলেন প্রেসিডেন্ট মামনুন হুসেন। পাকিস্তানের জাতীয় পতাকায় মোড়া রুথের কফিন সেন্ট প্যাট্রিক’স চার্চে নিয়ে যান পাকিস্তানের সশস্ত্র সেনা। সেখান থেকে তাঁর দেহ নিয়ে যাওয়া হয় শারা-ই-ফয়জলের ‘গোরা কবরিস্তান’-এ।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন