International News

ভারতীয় ড্রোন গুলি করে নামানোর দাবি পাকিস্তানের

এই প্রথম নয়, এর আগে ২০১৬-তেও এই রাখিচিকরি সেক্টর থেকে ভারতের ড্রোন গুলি করে নামানোর দাবি করেছিল পাকিস্তান।

Advertisement

সংবাদ সংস্থা

শেষ আপডেট: ২৮ অক্টোবর ২০১৭ ১১:৩১
Share:

এই ড্রোনকেই গুলি করে নামিয়েছে, দাবি পাকিস্তানের। ছবি: টুইটার থেকে।

নিয়ন্ত্রণরেখা বরাবর রাখিচিকরি সেক্টরে ভারতের ‘স্পাই ড্রোন’ গুলি করে নামিয়েছে তারা। এমনই দাবি করল পাকিস্তান সেনা।

Advertisement

পাকিস্তান সেনার তরফে মেজর জেনারেল আসিফ গফুর ড্রোনের একটা ছবি টুইটারে শেয়ার করে দাবি করেন, রাখিচিকরিতে এই ড্রোন উড়তে দেখে সেনারা সেটা গুলি করে নামায়। ড্রোনের গায়ে ‘ডিজেআই’ লেখা ছিল। যদিও পাক সেনা এর বাইরে বেশি কিছু তথ্য দেয়নি।

আরও পড়ুন: চিনকে চ্যালেঞ্জ জানাতে সশস্ত্র ড্রোন কিনবে ভারত

Advertisement

সেনার রাহুল-স্তুতি, ফডণবীসের পাল্টা

এই প্রথম নয় এর আগে ২০১৬তেও এই রাখিচিকরি সেক্টর থেকে ভারতের ড্রোন গুলি করে নামানোর দাবি করেছিল পাকিস্তান।

এই প্রথম নয় এর আগে ২০১৬তেও এই রাখিচিকরি সেক্টর থেকে ভারতের ড্রোন গুলি করে নামানোর দাবি করেছিল পাকিস্তান।

গত রবিবারেই ভারতীয় বায়ুসেনাকে সশস্ত্র ড্রোন ‘প্রিডেটর অ্যাভেঞ্জার’ বিক্রির সবুজ সঙ্কেত দিয়েছে হোয়াইট হাউস। ক্যামেরা বা অন্য সরঞ্জাম লাগানো নজরদারির ড্রোন থাকলেও ভারতের হাতে এখনও সশস্ত্র ড্রোন নেই। পাকিস্তানের বিরুদ্ধে ব্যবহার হতে পারে আশঙ্কায় বারাক ওবামার জমানায় আমেরিকা ভারতকে সশস্ত্র ড্রোন বিক্রি করতে রাজি হয়নি। কিন্তু ট্রাম্প জমানায় সেই বাধা নেই। ফলে সশস্ত্র ড্রোন কিনতে পারবে ভারত। এ দিকে, হোয়াইট হাউসের এই ড্রোন বিক্রির খুব একটা ভাল ভাবে নেয়নি ইসলামাবাদ। তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে তারা। বিশেষজ্ঞরা বলছেন, যখন ভারত-আমেরিকার মধ্যে ড্রোন চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে, সে সময় এ ধরনের দাবি করে ভারতকে চাপে রাখার চেষ্টা করতে চাইছে পাকিস্তান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement