International news

স্বপ্ন দেখতেন চাঁদে বেড়াতে যাওয়ার, ২০২৩-এ যাচ্ছেন ইনি

২০২৩-এ স্পেসএক্স-এর রকেটে চাঁদের উদ্দেশে পাড়ি দেবেন মেজওয়া।

Advertisement

সংবাদ সংস্থা

হথরন শেষ আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০১৮ ১৬:১১
Share:

ইউসাকু মেজাওয়া

ছোটবেলায় বাড়ির বড়দের কাছে চাঁদ নিয়ে নানা রকম গল্প শুনেছেন। চাঁদের প্রতি আকর্ষণসেই সময় থেকেই। চাঁদে মানুষ পা রাখার গল্প শোনার পর থেকে সেই আকর্ষণ যেন আরও বেড়ে গিয়েছিল তাঁর। চাঁদে যাওয়ার স্বপ্ন দেখা শুরু তখন থেকেই। অবশেষে স্পেসএক্স হাত ধরেই সেই স্বপ্ন সাকার হতে চলেছে তাঁর।

Advertisement

তিনি ইউসাকু মেজাওয়া। জাপানের ধনী ব্যবসায়ী। ব্যবসার পাশাপাশি ঘোরাঘুরি আর মূল্যবান ছবি সংগ্রহ তাঁর নেশা। এই মেজওয়াই হবেন চাঁদে প্রথম পর্যটক।

২০২৩-এ স্পেসএক্স-এর রকেটে চাঁদের উদ্দেশে পাড়ি দেবেন মেজওয়া। ক্যালিফোর্নিয়ায় স্পেসএক্স-এর সদর দফতরে দাঁড়িয়ে তিনি বলেন, ‘‘ছোটবেলা থেকেই চাঁদের প্রেমে পড়ে গিয়েছি।’’ আর সেই প্রেমই তাঁকে টেনে নিয়ে যাচ্ছে চাঁদের মাটিতে। বিশ্বের কোথাও নয়, চাঁদই যেন এখন তাঁর কাছে বেড়াতে যাওয়ার সেরা জায়গা। কিন্তু এর জন্য তিনি অগুনতি অর্থ খরচ করতেও কুণ্ঠাবোধ করেননি। তাঁর কথায়,‘‘এটা আমার সারা জীবনের একটা স্বপ্ন’’ আর চার বছর বাদেই সেই স্বপ্ন যে সাকার হতে চলেছে তার আনন্দ যেন চোখেমুখে স্পষ্ট ফুটে উঠছিল মেজওয়ার।

Advertisement

আরও পড়ুন: বিকল ল্যান্ডিং সিস্টেম, জ্বালানিও শেষ, কী ভাবে মাটি ছুঁল ঝড়বৃষ্টিতে বিপর্যস্ত এই বিমান...

তবে মেজওয়া একা যেতে চান না। তিনি কয়েক জন সঙ্গী নিয়ে যেতে চান। বলেন, ‘‘বিশ্বের ছয়-আট জন শিল্পী বন্ধুদের এই সফরে আমন্ত্রণ জানাতে চাই। তাঁরা আমার সফরসঙ্গী হলে খুবই ভাল লাগবে।’’কিন্তু তাঁর ডাকে কত জন সাড়া দেন সেটাই দেখার।

আরও পড়ুন: রূপকথার পাতায় দেখা বাড়িতে সত্যি সত্যি যেতে চান? চলে আসুন...

(সারা বিশ্বের সেরা সব খবর বাংলায় পড়তে চোখ রাখতে পড়ুন আমাদের আন্তর্জাতিক বিভাগে।)

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন