Nikola Corporation

২৩ কোটি ডলারের শেয়ার কর্মীদের বিলিয়ে দিলেন মার্কিন উদ্যোগপতি

সেই শেয়ারের মূল্য প্রায় ২৩ কোটি ৩০ লক্ষ ডলার। ভারতীয় মুদ্রায় সেই অঙ্কের পরিমাণ প্রায় ১,৭২২ কোটি টাকা।

Advertisement

সংবাদ সংস্থা         

নিউ ইয়র্ক শেষ আপডেট: ২৭ অগস্ট ২০২০ ১৬:৩৪
Share:

মার্কিন সংস্থা নিকোলা কর্পোরেশনের প্রতিষ্ঠাতা ট্রেভর মিল্টন। ছবি টুইটার থেকে নেওয়া।

মার্কিন সংস্থা নিকোলা কর্পোরেশনের প্রতিষ্ঠাতা ট্রেভর মিল্টন। তিনি কয়েক বছর আগে ইলেকট্রিক লরির তৈরির একটি স্টার্ট আপ শুরু করেছিলেন। সেখানে যোগ দেওয়া প্রথম ৫০ জন কর্মীকে নিজের ৬০ লক্ষ শেয়ার দিলেন তিনি। সেই শেয়ারের মূল্য প্রায় ২৩ কোটি ৩০ লক্ষ ডলার। ভারতীয় মুদ্রায় সেই অঙ্কের পরিমাণ প্রায় ১,৭২২ কোটি টাকা।

Advertisement

মিল্টন যখন ওই স্টার্ট আপ শুরু করেছিলেন, তখনই সংস্থার যোগ দেওয়া প্রথম ৫০ জন কর্মীকে শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সেই প্রতিশ্রুতিই পালন করলেন তিনি। মিল্টন বলেছেন, ‘‘যখন আমি সংস্থা শুরু করি, তখন পৃথিবীর সেরা কর্মীদের খুঁজছিলাম। এটার ঝুঁকিও ছিল। আমি খুব ভাগ্যবান, এ রকম একটি কর্মী দল পেয়েছি, যাঁরা শুরুর দিন থেকে আমার সঙ্গে রয়েছেন।’’

কর্মীদের শেয়ার দেওয়ার কথা নিজের টুইটার হ্যান্ডল থেকে জানিয়েছেন মিল্টন। তিনি লিখেছেন, ‘‘আমি আমার কর্মীদের ভালবাসি। নিকোলার সাফল্যের পিছনে তাঁদের অবদান রয়েছে। প্রথম ৫০ জন কর্মীকে নিয়োগের সময় আমি যে প্রতিজ্ঞা করেছিলাম। সেটাই পালন করছি। আমার ৬০ লক্ষ শেয়ার তাঁদের দিচ্ছি। এই শেয়ারগুলি বিক্রি নয়, দেওয়া হচ্ছে।’’

Advertisement

মিল্টন এক উদ্যোগপতি যিনি নিজেই স্কুলছুট ছিলেন। বিশ্বের প্রথম ৫০০ বিত্তশালীর মধ্যে নাম রয়েছে তাঁর। তাঁর মোট সম্পত্তির পরিমান ৪৬০ কোটি ডলার। তবে এই শেয়ার দেওয়ার জন্য তাঁর সম্পত্তির পরিমাণ কিছুটা কমবে।

আরও পড়ুন: ‘অনুদান’ প্রকল্প জার্মানির, চাঙ্গা হচ্ছে ইউরোপ

আরও পড়ুন: ‘গুলিতে ঝাঁঝরা আমার ছেলেটা কি আর উঠবে!’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন