রুশ সাক্ষাতে জুনিয়র, ট্রাম্প মেনে নিলেন

রবিবার সকালে হঠাৎ এই নিয়ে একের পর এক টুইট করতে শুরু করেন প্রেসিডেন্ট। যা দেখে অনেকেরই ধারণা, সংবাদমাধ্যমে ছেলেকে নিয়ে একটি রিপোর্ট দেখে ট্রাম্পের এই টুইট-বন্যা। সেই রিপোর্টে বলা হয়েছিল, ২০১৬-এর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপ নিয়ে রবার্ট মুলারের তদন্তে টেনে আনা হতে পারে ট্রাম্প জুনিয়রকেও— প্রেসিডেন্ট এখন চিন্তিত তা নিয়েই। হোয়াইট হাউস সূত্রে এই বিষয়টি জানতে পারা গিয়েছে বলে দাবি করা হয় রিপোর্টে।

Advertisement

সংবাদ সংস্থা

ওয়াশিংটন শেষ আপডেট: ০৭ অগস্ট ২০১৮ ০৫:০৯
Share:

ডোনাল্ড ট্রাম্প জুনিয়র

এর আগে কখনও এমনটা শোনা যায়নি তাঁর মুখে। এই প্রথম মার্কিন প্রেসিডেন্ট স্বীকার করে নিলেন, তাঁর ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ২০১৬ সালে ক্রেমলিন-ঘনিষ্ঠ এক আইনজীবীর সঙ্গে দেখা করেছিলেন হিলারি ক্লিন্টন সম্পর্কে তথ্য সংগ্রহ করার জন্য। প্রেসিডেন্টের দাবি, ট্রাম্প টাওয়ারে সেই বৈঠক বৈধ ছিল।

Advertisement

রবিবার সকালে হঠাৎ এই নিয়ে একের পর এক টুইট করতে শুরু করেন প্রেসিডেন্ট। যা দেখে অনেকেরই ধারণা, সংবাদমাধ্যমে ছেলেকে নিয়ে একটি রিপোর্ট দেখে ট্রাম্পের এই টুইট-বন্যা। সেই রিপোর্টে বলা হয়েছিল, ২০১৬-এর মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রুশ হস্তক্ষেপ নিয়ে রবার্ট মুলারের তদন্তে টেনে আনা হতে পারে ট্রাম্প জুনিয়রকেও— প্রেসিডেন্ট এখন চিন্তিত তা নিয়েই। হোয়াইট হাউস সূত্রে এই বিষয়টি জানতে পারা গিয়েছে বলে দাবি করা হয় রিপোর্টে।

স্বাভাবিক ভাবেই এই রিপোর্টে খেপে গিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। আর তাই টুইট-বন্যা। যাতে তিনি ফের ভুয়ো খবর বলেই বিষয়টিকে উড়িয়ে দিতে চেয়েছেন। বলেছেন, ‘‘আমার ছেলে ট্রাম্প টাওয়ারে বসে কী বৈঠক করেছিল, তার জন্য আমি নাকি চিন্তায় পড়েছি। একেবারে ভুল, মিথ্যেয় ভরা খবর। ওই বৈঠক ছিল বিরোধী প্রার্থী সম্পর্কে তথ্য জোগাড়ের জন্য। এটা বৈধ এবং রাজনীতিতে সব সময়েই হয়ে থাকে। আর এই বৈঠকে কোনও সিদ্ধান্ত হয়নি। আমি কিছু জানি না।’’

Advertisement

ট্রাম্পের এই টুইটে চমকে গিয়েছেন অনেকেই। কারণ ১৩ মাস আগে প্রেসিডেন্টের জবানিতে
ট্রাম্প জুনিয়রের নামে যে বিবৃতি প্রকাশ করা হয়েছিল তাতে লেখা ছিল, ‘‘রুশ শিশুদের দত্তক নেওয়ার ব্যাপারে প্রাথমিক ভাবে কথা হয়েছিল। এই প্রকল্প বহু বছর আগে আমেরিকায় চালু ছিল এবং সেটি বেশ জনপ্রিয়ও ছিল।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন