Presidential Election 2016

বিধ্বস্ত হিলারি, আমেরিকা ট্রাম্পের হাতে

ইতিহাস গড়তে পারল না আমেরিকা। দেশের প্রথম মহিলা প্রেসিডেন্ট হতে পারলেন না হিলারি ক্লিন্টন। চূড়ান্ত ফল ঘোষণার বেশ কিছুটা আগে থেকেই বোঝা যাচ্ছিল যে, শেষ হাসি হাসবেন ডোনাল্ড ট্রাম্প। শেষমেশ তাই হল। চূড়ান্ত ফল দাঁড়াল ট্রাম্প ২৭৯ এবং হিলারি ২১৮।

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০১৬ ১৩:৫২
Share:

ইতিহাস গড়তে পারল না আমেরিকা। দেশের প্রথম মহিলা প্রেসিডেন্ট হতে পারলেন না হিলারি ক্লিন্টন। চূড়ান্ত ফল ঘোষণার বেশ কিছুটা আগে থেকেই বোঝা যাচ্ছিল যে, শেষ হাসি হাসবেন ডোনাল্ড ট্রাম্প। শেষমেশ তাই হল।

Advertisement

• এখনও পর্যন্ত ২৭৯টি ইলেক্টোরাল কলেজ জিতেছেন ট্রাম্প।

• হিলারি জিতেছেন ২১৮টি ইলেক্টোরাল কলেজ।

Advertisement

• পপুলার ভোট ট্রাম্প পেয়েছেন ৪৮.২ শতাংশ।

• এখনও পর্যন্ত হিলারি পপুলার ভোট পেয়েছেন ৪৭.২ শতাংশ।

• পেনসিলভেনিয়ায় জিতলেন ট্রাম্প।

• লর্থ ক্যারোলিনায় জিতলেন ট্রাম্প।

• উটায় ট্রাম্প জিতলেন।

• ডোনাল্ড ট্রাম্প ওহায়োতে জিতেছেন।

• কলোরাডোতে জিতলেন হিলারি।

• ক্যালিফোর্নিয়ায় জিতলেন হিলারি।

• ভার্জিনিয়ায় জিতলেন হিলারি।

• ফ্লোরিডায় জিতে গেলেন ট্রাম্প।

• আইওয়া, ফ্লোরিডা, উইসকনসিন আর ওহায়ো ডেমোক্র্যাটদের হাত থেকে ছিনিয়ে নিলেন রিপাবলিকানরা।

• নিউ ইয়র্ক আর মিনেসোটায় জিতেছেন ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিন্টন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement