এমএইচ-৩৭০ রহস্যে নয়া মোড়

দু’বছর আগে ২৩৯ জন যাত্রী-সহ নিখোঁজ হয়ে গিয়েছিল মালয়েশীয় বিমান এমএইচ ৩৭০। তার আর খোঁজ মেলেনি। এ বার সেই রহস্য সমাধান হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তদন্তকারীরা।

Advertisement
শেষ আপডেট: ২৫ মার্চ ২০১৬ ০২:৫৯
Share:

দু’বছর আগে ২৩৯ জন যাত্রী-সহ নিখোঁজ হয়ে গিয়েছিল মালয়েশীয় বিমান এমএইচ ৩৭০। তার আর খোঁজ মেলেনি। এ বার সেই রহস্য সমাধান হতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন তদন্তকারীরা। মোজাম্বিকের উপকূল থেকে পাওয়া একটি ধ্বংসস্তূপ ওই বিমানের হতে পারে বলে ধারণা তাঁদের। গত ডিসেম্বরেই মোজাম্বিকের উপকূলে বিমানের একটি অংশ খুঁজে পেয়েছিলেন এক পর্যটক। আবার ফেব্রুয়ারি মাসের শেষের দিকে মোজাম্বিকের উপকূলেই অন্য একটি অংশ খুঁজে পান এক মার্কিন আইনজীবী। বিমানের ওই দু’টি অংশ গত রবিবার পরীক্ষা-নিরীক্ষার জন্য অস্ট্রেলিয়ার ক্যানবেরায় পাঠানো হয়। অস্ট্রেলিয়ার পরিবহণমন্ত্রী ড্যারেন চেস্টার আজ ঘোষণা করেছেন, ওই ধ্বংসাবশেষ খতিয়ে দেখার পর তদন্তকারী দলটি জানায়, মালয়েশিয়া এয়ারলাইন্সের একটি বোয়িং ৭৭৭ বিমানের। তা এমএইচ ৩৭০-রই কিনা তা নিয়ে তদন্তকারীরা নিশ্চিত নন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement