Donald Trump

লম্বা চুল দুলিয়ে দুলিয়ে ট্রাম্পকে স্বাগত জানালেন মহিলারা, কোন দেশি রীতি, অর্থই বা কী?

পশ্চিম এশিয়া সফরে গিয়েছেন ট্রাম্প। সেখানে তাঁকে স্বাগত জানাতে প্রাচীন রীতির আশ্রয় নেন মহিলারা। সেই দৃশ্য ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১৬ মে ২০২৫ ১২:৫৭
Share:

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে স্বাগত জানাচ্ছেন মহিলারা। ছবি: এক্স।

পাশাপাশি দু’টি সারিতে দাঁড়িয়ে আছেন মহিলারা। পরনে লম্বা সাদা রঙের পোশাক, যাকে গাউনও বলা যায়। তাঁদের প্রত্যেকের চুলের দৈর্ঘ্য কোমরসমান। ঘন কালো চুল দুলছে সুরের তালে তালে। সঙ্গে বাজছে ড্রাম। এই আবহে সভায় প্রবেশ করছেন স্বয়ং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সারিবদ্ধ মহিলাদের মাঝখান দিয়ে হেঁটে চলেছেন তিনি। সমাজমাধ্যমে মুহূর্তে ছড়িয়ে পড়েছে এই দৃশ্য। যা নিয়ে চর্চাও কম হচ্ছে না। ট্রাম্পকে স্বাগত জানাতে সংযুক্ত আরব আমিরশাহির মহিলারা এই রীতি অবলম্বন করেছেন।

Advertisement

সংযুক্ত আরব আমিরশাহির প্রাচীন রীতিগুলির মধ্যে অন্যতম এই আল-আইয়ালা। ইউনেস্কোর রিপোর্ট অনুযায়ী, এই রীতি সংযুক্ত আরব আমিরশাহি ছাড়াও উত্তর-পশ্চিম ওমানে বিশেষ জনপ্রিয়। এটি মূলত ঐতিহ্যবাহী একটি নৃত্যকলা, যার সঙ্গে ড্রাম বাজে এবং পাঠ করা হয় বিশেষ কবিতা। কবিতার কথা এবং ড্রামের শব্দের তালে তালে মহিলারা দীর্ঘ কেশ দুলিয়ে থাকেন নানা ভাবে।

শুধু মহিলা নন, পুরুষেরাও আল-আইয়ালার অংশ। তাঁরা থাকেন মহিলাদের ঠিক পিছনের সারিতে। ড্রাম বাজান তাঁরাই। পুরুষেরা একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে নির্দিষ্ট ছন্দে ড্রাম বাজিয়ে থাকেন। এ ছাড়া তাঁদের হাতে থাকে তরোয়াল অথবা বাঁশের লাঠি। যুদ্ধক্ষেত্রের অনুষঙ্গ তুলে ধরতে এই অস্ত্র ব্যবহার করা হয় আল-আইয়ালায়। মহিলারা যে লম্বা সাদা পোশাক পরে থাকেন, তা-ও প্রাচীন রীতিরই অংশ।

Advertisement

ওমান বা সংযুক্ত আরব আমিরশাহিতে মূলত বিয়েবাড়ির অনুষ্ঠানে জনপ্রিয় আল-আইয়ালা। এ ছাড়া, কোনও উৎসবের আবহে উদ্‌যাপনের অন্যতম অঙ্গ এই রীতি। রিপোর্টে দাবি, যে কোনও বয়সের, যে কোনও লিঙ্গে, যে কোনও সামাজিক শ্রেণির মানুষ এই রীতি পালন করতে পারেন।

সম্প্রতি পশ্চিম এশিয়া সফরে গিয়েছেন ট্রাম্প। কাতার, সৌদি আরব হয়ে সংযুক্ত আরব আমিরশাহিতে যান তিনি। সেখানকার প্রেসিডেন্সিয়াল প্যালেস কাসর আল ওয়াতানে ট্রাম্পকে স্বাগত জানানো হয় আল-আইয়ালার মাধ্যমে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement