ফের ইউক্রেনের হামলা রাশিয়ায়। ছবি: রয়টার্স।
ড্রোন হামলার চার দিনের মাথায় এ বার রাশিয়ায় ক্ষেপণাস্ত্র লঞ্চার লক্ষ্য করে হামলা চালাল ইউক্রেন। এই হামলায় একটি রুশ ক্ষেপণাস্ত্র লঞ্চার গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের সেনাবাহিনী। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও দু’টি লঞ্চার।
কিভের দাবি, বৃহস্পতিবারের হামলার নেপথ্যে মূল উদ্দেশ্য ছিল রাশিয়ার ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ধ্বংস করে দেওয়া। ওই হামলায় একটি রুশ ক্ষেপণাস্ত্র লঞ্চার গুঁড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি সেনার। ক্ষতিগ্রস্ত হয়েছে আরও দু’টি লঞ্চার। ইউক্রেন সেনার সূত্র রয়টার্সকে জানিয়েছে, গোপন সূত্রে খবর পাওয়া গিয়েছিল, ব্রায়ানস্ক অঞ্চলে ইউক্রেনের রাজধানী কিভ আক্রমণের প্রস্তুতি নিচ্ছে পুতিনের সেনা। এর পরেই রুশ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। যদিও খবরটি এখনও নিশ্চিত করেনি মস্কো। রাশিয়ার কী কী ক্ষয়ক্ষতি হয়েছে, তা-ও এখনও স্পষ্ট নয়। রাশিয়ার সরকারি সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, কিভের হামলায় উড়ে গিয়েছে রেললাইন। এলাকার গভর্নর আলেকজ়ান্ডার গুসেভ জানিয়েছেন, একের পর এক ট্রেন দাঁড়িয়ে গিয়েছে। বিপাকে পড়েছেন যাত্রীরা। ইউক্রেনের আরও দাবি, কিভ দখলের ছক কষছিল ভ্লাদিমির পুতিনের দেশ। গোপন সূত্রে আগে থেকেই সেই খবর পেয়ে তড়িঘড়ি আক্রমণের সিদ্ধান্ত নেওয়া হয়।
গত ১ জুন দুপুরে রাশিয়ার ইরকুটস্ক অঞ্চলের বেলায়া বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ইউক্রেন। এ ছাড়াও হামলা হয় ওলেনিয়া, ইভানোভো এবং দিয়াগিলোভো বিমানঘাঁটিতে। রাতে সেই হামলার কথা স্বীকার করে নেয় মস্কো। রবিবার রাতেই রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রক জানায়, মুরমানস্ক, ইরকুটস্ক, ইভানোভো, রিয়াজান এবং আমুর অঞ্চলের মোট পাঁচটি সামরিক বিমানঘাঁটিতে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। তবে মন্ত্রকের দাবি, মুরমানস্ক এবং ইরকুটস্ক ছাড়া বাকি সব অঞ্চলে সফল ভাবে ড্রোনগুলিকে প্রতিহত করেছে রুশ বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। সেই ঘটনার পাঁচ দিনের মাথায় ফের হামলা হল রাশিয়ায়।